Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভূয়ঃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভূয়ঃ এর বাংলা অর্থ হলো -

(p. 668) bhūẏḥ (-য়স্) ক্রি-বিণ. 1 পুনরায়, আবার; 2 প্রচুর, খুব।
[সং. বহু + ঈয়স্]।
ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)।
ভূয়ো-দর্শন, ভূয়ো-দর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়।
ভূয়ো-ভূয় ক্রি-বিণ. পুনঃপুন, বারবার।
40)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভার
(p. 664) bhāra বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। 2)
ভাগাড়
(p. 660) bhāgāḍ় বি. যে জায়গায় মরা গবাদি পশু ফেলা হয়। [দেশি]। 15)
ভাঁজ
(p. 659) bhān̐ja বি. 1 পাট (কাপড়গুলো ভাঁজ করে রাখো); 2 স্তর, তাক (ভাঁজে ভাঁজে ময়লা জমেছে)। [সং. √ ভন্জ্ + বাং. অ]। ̃ .-ভাঙা বিণ. কাঁচাইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন। 26)
ভেল2
(p. 670) bhēla2 বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]। 42)
ভাতা2
(p. 661) bhātā2 ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া ('নবীন গরিমা ভাতিবে আবার তোর': দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]। 34)
ভীষ্ম
ভালাই
(p. 664) bhālāi বি. কল্যাণ, মঙ্গল। [বাং. ভালো + আই]। 21)
ভ্রাত্রীয়
ভট্টাচার্য
ভ্যানর-ভ্যানর
ভাক্ত
(p. 660) bhākta বিণ. 1 গৌণ, অপ্রধান (ভাক্ত অর্থ); 2 লাক্ষণিক; 3 ঔপচারিক; 4 কপট (ভাক্ত বৈষ্ণব)। [সং. ভক্তি + অ]। 6)
ভাজন
(p. 661) bhājana বি. 1 পাত্র বা আধার (স্নেহভাজন); 2 ভাগ করা (বিভাজন)। [সং. ভাজ্ + অন]। 11)
ভারত
ভরতি, ভর্তি
(p. 658) bharati, bharti বি. স্কুল-কলেজ ছাত্র বা ছাত্রী হিসাবে নাম নথিভুক্ত করা (কলেজে ভরতির সমস্যা)। বিণ. 1 ভরা, পূর্ণ (ভরতি বলতি, বাটি-ভরতি দুধ); 2 পরিপূর্ণ (মাঠটা লোকে ভরতি); 3 নিযুক্ত, বহাল (কাজে ভরতি হওয়া); 4 পড়ার জন্য নথিভুক্ত (কলেজে ভরতি হয়েছে)। [ভরা দ্র]। 17)
ভাতার
(p. 661) bhātāra বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ̃ .খাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী। 35)
ভানু
ভদ্রসন
(p. 655) bhadrasana বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]। 47)
ভেউ ভেউ
(p. 670) bhēu bhēu বি. অব্য. 1 আকুল কান্নার শব্দ; 2 কুকুরের ডাক। [ধ্বন্যা.]। 14)
ভাঁড়৩
(p. 659) bhān̐ḍ়3 বি. বিদূষক হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক। [সং. ভণ্ড]। 33)
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবীভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হবিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943157
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696748
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us