Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাতি2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভাতি2 এর বাংলা অর্থ হলো -

(p. 661) bhāti2 বি. 1 প্রকার, রকম ('প্রিয়বাক্য নানাভাতি': ভক্তমাল গ্রন্হ); 2 নির্মাণ, রচনা; 3 রচনাকৌশল, গঠনরীতি ('দুই লোচন সুভাতি': চৈ. ভা); 4 সাদৃশ্য, তুলনা।
[ সং. ভক্তি]।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভক্ত
ভরম
(p. 658) bharama বি. 1 সম্ভ্রম, সম্মান ('সরম-ভরম গেল': ভা. চ.); 2 ভ্রম -র কোমল রূপ। [তু. ভ্রম]। 26)
ভাদ্র-বধূ
(p. 661) bhādra-badhū বি ছোটো ভাইয়ের স্ত্রী। [সং. ভ্রতৃবধু]। 45)
ভজন
(p. 655) bhajana বি 1 দেবতার মহিমাকীর্তনস্তুতি; 2 আরাধনা ও সেবা (ভজনপূজন নিয়ে থাকে); 3 যে স্তুতিগানে দেবতার মহিমা কীর্তন করা হয়-এই গান সচ. হিন্দিতে রচিত। [সং. √ ভজ্ + অন]। ̃ .পূজন বি. দেবতার পূজা ও আরাধনা। ভজনা বি. উপাসনা, আরাধনা। 25)
ভস্ত্রা
(p. 659) bhastrā বি. 1 ভিস্তি, জল রাখার বা বহন করার জন্য চামড়ার থলি; 2 কামারের হাপর বা বায়ুযন্ত্র, bellow. [সং. √ ভস্ + ত্র + আ]। 11)
ভূষণ, ভূষা
(p. 670) bhūṣaṇa, bhūṣā বি. 1 অলংকার, গহনা; 2 সজ্জা (বেশভূশা); 3 শোভা; 4 অলংকৃত করা। [সং. √ ভূষ্ + অন, অ + আ]। ভূষিত বিণ. অলংকৃত; সজ্জিত; শোভিত। স্ত্রী. ভূষিতা। 3)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
ভল্কি-ভেলকি
ভীতু
(p. 667) bhītu দ্র ভিতু। 8)
ভোক্তা
(p. 670) bhōktā (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী। 66)
ভূমিগর্ভ, ভূমিজ, ভূমিতল, ভূমিশয্যা
(p. 668) bhūmigarbha, bhūmija, bhūmitala, bhūmiśayyā দ্র ভূমি। 36)
ভাত মারা
(p. 661) bhāta mārā ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। 32)
ভ্রান্তি
ভাবা
(p. 663) bhābā ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [ সং. ভাবি]। ̃ নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)। 9)
ভদন্ত
ভাগনা, ভাগনে
(p. 660) bhāganā, bhāganē দ্র ভাগনিভাগিনেয়। 9)
ভিসা
ভোক্তব্য
(p. 670) bhōktabya বিণ. ভক্ষণীয়; উপভোগের যোগ্য। [সং. √ ভুজ্ + তব্য]। 65)
ভোঁতা
(p. 670) bhōn̐tā বিণ. 1 ধার নেই এমন (ভোঁতা ছুরি); 2 মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); 3 বোকা (ভোঁতা বুদ্ধি); 4 নীরব, নির্বাক ('মুখ হৈল ভোঁতা': হেম)। [হি. ভোংতরা]। 60)
ভেড়া1, ভিড়া
(p. 670) bhēḍ়ā1, bhiḍ়ā ক্রি. 1 লগ্ন হওয়া ('কূলে এসে ভিড়ে': রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534977
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140512
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730743
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942940
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883599
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696691
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us