Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভোর৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভোর৩ এর বাংলা অর্থ হলো -

(p. 670) bhōra3 বি. 1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া); 2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল); 3 শেষ, অবসান ('নিশা অবসানে': রবীন্দ্র)।
[হি. ভর]।
ভোরাই বি 1 ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব।
বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।
89)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভজন
(p. 655) bhajana বি 1 দেবতার মহিমাকীর্তনস্তুতি; 2 আরাধনা ও সেবা (ভজনপূজন নিয়ে থাকে); 3 যে স্তুতিগানে দেবতার মহিমা কীর্তন করা হয়-এই গান সচ. হিন্দিতে রচিত। [সং. √ ভজ্ + অন]। ̃ .পূজন বি. দেবতার পূজা ও আরাধনা। ভজনা বি. উপাসনা, আরাধনা। 25)
ভোল2
ভেলি
(p. 670) bhēli বি. শক্ত গুড়বিশেষ (ভেলিগুড়)। [হি. ভেলী]। 48)
ভেঁপু
(p. 670) bhēm̐pu বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]। 16)
ভূয়ঃ
ভোঁ-ভোঁ
(p. 670) bhō-m̐bhō অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]। 63)
ভাং
(p. 659) bhā বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [ সং. ভঙ্গা]। 21)
ভাস
(p. 664) bhāsa বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]। 32)
ভরন্ত
(p. 658) bharanta বিণ. 1 ভরা (ভরন্ত যৌবন); 2 জলে ভরা ('ভরন্ত ডাবরী': কৃত্তি)। [ভরা দ্র]। 22)
ভিত
(p. 664) bhita বি. 1 দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); 2 ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); 3 দিক, পাশ ('তালবন তারি চারি ভিতে': রবীন্দ্র)। [সং. ভিত্তি]। 50)
ভয়-শূন্য
(p. 655) bhaẏa-śūnya বিণ. 1 ভয় পায় না এমন, নির্ভীক (ভয়শূন্য অন্তরে); 2 যাতে ভয় নেই এমন। [সং. ভয় + শূন্য]। বি. ̃ তা। 72)
ভীত
(p. 667) bhīta বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা। 7)
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিকজাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভেস-লিন
ভূমা
(p. 668) bhūmā (-মন্) বি. 1 সর্বব্যাপী পুরুষ; 2 বহুত্ব। বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]। 33)
ভুক্ত
(p. 667) bhukta বিণ. 1 খাওয়া হয়েছে এমন (ভুক্তাবশেষ); 2 ভোগ করা হয়েছে এমন; 3 অন্তর্ভুক্ত, অভ্যন্তরে আছে এমন (দলভুক্ত)। [সং. √ ভূজ্ + ত]। ̃ .ভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন। ভুক্তাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে। বিণ. ভুক্তাব-শিষ্ট। 23)
ভুর-ভুর
ভারী2
(p. 664) bhārī2 বিণ. বি. ভারবহনকারী। বি. যে ব্যক্তি কলসি টিন প্রভৃতিতে করে বাড়ি-বাড়ি জল সরবরাহ করে। [সং. ভার + ইন্]। 15)
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশপ্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
ভাবুনে
(p. 663) bhābunē বিণ. 1 বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; 2 রঙ্গরসপ্রিয়; 3 কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া এ]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577797
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185524
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785609
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026554
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620169

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us