Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মথন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মথন এর বাংলা অর্থ হলো -

(p. 676) mathana বি. 1 মন্হন, আলোড়ন, ঘোটন (দই মথন করে ঘোল বানানো); 2 দলন, নাশন, দমন, সম্পূর্ণ পরাজিত করা (শত্রুমথন); বিণ. দলনকারী বিনাশক।
[সং. √ মথ্ + অন]।
মথনী বি. 1 মথনদণ্ড, মউনি; 2 মাখন।
মথিত বিণ. মথন বা বিনাশ করা হয়েছে এমন (শত্রুসৈন্য মথিত করে ফিরে এলেন) মথ্য-মান বিণ. মথন করা হচ্ছে এমন।
75)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মনো-যোগ
মন্দাকিনী
(p. 676) mandākinī বি. স্বর্গের গঙ্গা। [সং. মন্দ + √ অক্ + ইন্ + ঈ]। 191)
মেথর
(p. 716) mēthara বি. 1 যে মল সাফ করে, ভাঙ্গি; 2 যে ময়লা সাফ করে, ঝাড়ুদার। [ফা. মেহ্তর্]। ̃ .গিরি বি. মেথরের কা়জ। মেথরানি বি. (স্ত্রী.) 1 মেথরের পত্নী; 2 স্ত্রী-মেথর। 15)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয়বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপপূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্যগুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীনআধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্বপশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুতবিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
মেনকা
মনোজ
(p. 676) manōja বি. কামদেব, কন্দর্প। বিণ. মনের মধ্যে জন্ম হয়েছে এমন। [সং. মনস্ + √ জন্ + অ]। 138)
মুস্তা-কিম
(p. 712) mustā-kima বিণ. 1 স্হায়ী; 2 মজবুত। [আ. মুস্তাকিম্]। 56)
ম্যাচ1
মহদাশয়
(p. 688) mahadāśaẏa (অশু) বিণ. উন্নতমনা সদাশয় [সং. মহত্ + আশয় (?); শুদ্বরূপ মহাশয়]। 42)
মনো-ব্যধি
(p. 676) manō-byadhi বি. মনের রোগ, মানসিক রোগ। [সং. মনস্ + ব্যাধি]। 154)
মুকুল
মকশো
মুজদা
(p. 710) mujadā বি. খুশির খবর ('মুজদা এনেছে, সুখে ডগমগ': নজরুল) [ফা. মুজ্দহ্]। 15)
মোড়া2, মোড়ানো
(p. 718) mōḍ়ā2, mōḍ়ānō যথাক্রমে মুড়া1ও 2 ও মুড়ানো1 ও 2 এর চলিত রূপ।
মোচক
(p. 718) mōcaka বিণ. আবরণ খুলে ফেলে এমন, উদ্ঘাটক। তু. উন্মোচক। [সং. √ মুচ্ + ণিচ্ + অক]। 9)
মাল1
(p. 700) māla1 বি. 1 অনুন্নত জাতিবিশেষ; 2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা। [সং. মল + অ]। ̃. বৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা। 53)
মোরচা, মোর্চা
(p. 719) mōracā, mōrcā বি. আন্দোলন বা সংগ্রামের জন্য সংগঠিত বিভিন্ন দল বা গোষ্ঠীর জোট। [হি. মোরচা]। 28)
মল্লিক, মল্লি, মল্লী
(p. 688) mallika, malli, mallī বি. বেলফুল, বেলি। [সং. মল্লিক + আ]। 7)
মোচা
(p. 718) mōcā বি. 1 (বাং.) কলার ফুল বা মঞ্জরি; 2 কলাগাছ। [সং. মোচক প্রাকৃ. মোচঅ]। ̃ কৃতি বিণ. মোচার মতো আকৃতিবিশিষ্ট; (স. প.) শাঙ্কবাকার, conical 13)
মিন-মিন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577862
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785731
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026859
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620276

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us