Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মত-লব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মত-লব এর বাংলা অর্থ হলো -

(p. 676) mata-laba বি. 1 অভিপ্রায়, অভিসন্ধি, উদ্দেশ্য (কী মতলবে এখানে এসেছে?); 2 ফন্দি, কৌশল (মতলব আঁটা)।
[আ. মত্লব্]।
.বাজ মত-লবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।
64)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মত্-কুণ
(p. 676) mat-kuṇa বি. 1 বি ছারপোকা; 2 শ্মশ্রুহীন পুরুষ, মাকুন্দ। [সং মত্ (মদ্ + ক্কিপ্)+ক্কণ্ + অ নি.)]। 62)
মক-দুর
মেনি
(p. 716) mēni বি. (আদরে) বিড়ালী। [দেশি.]। মেনি বিড়াল বি. স্ত্রী-বিড়াল। ̃ .মুখো বিণ. লাজুক, মুখচোরা 26)
মুখাপেক্ষা
মোদের
(p. 719) mōdēra সর্ব. (কা. ও গ্রা.) 1 আমাদের ('মোদের গরব মোদের আশা': অ. সে.) 2 আমাদিগকে (মোদের দিয়ে)। [বাং. 'আমাদের'-শব্দের কোমল ও আঞ্চ. রূপ]। 14)
মরাল
মুক্তি
(p. 708) mukti বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তত্সম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহবাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। ̃ .দাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .নামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport ̃ .পণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। ̃ .পত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। ̃ .যুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। ̃ .যোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। ̃ .স্নান বি. চন্দ্রসূর্যের রাহুমুক্তি উপলক্ষ্যে স্নান। 5)
মগ৩
(p. 675) maga3 বিণ. 1 শীর্ষ মগডাল 2 আপ্লুত ডগমগ আর্বাচীন সং মঙ্গ মাস্তুল। 33)
মান৪
মল-মাস
মগ্ন
মহ-কুমা
(p. 688) maha-kumā বি. কয়েকটি থানার সমষ্টি, জেলা যে প্রশাসনিক অংশে বিভক্ত [আ. মহকুমা]। মহকুমা শহর বি. মহকুমার প্রধান শহর বা সদর। ̃ শাসক বি. মহকুমার প্রশাসনের প্রধান; এস ডি ও। 39)
মোতি
-ময়1
মূত্র
(p. 712) mūtra বি. প্রস্রাব। [সং. √ মূত্র্ + অ]। ̃ .কৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়। ̃ .নালি বি. মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গমনের নালি বা পথ, urethra. ̃ .মেহ বি. বহুমূত্র রোগ, diabetes. মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder. 68)
মাত৩
(p. 692) māta3 বি. 1 অসার বা জলীয় অংশ (গুড়ের মাত); 2 ঝোলা গুড় (মাতগুড়)। [ সং. মস্তু]। 96)
মানী
মণ্ডল
মোট1
(p. 718) mōṭa1 বিণ. আসল, সার, মোদ্দা (মোট কথা)।[হি. মোট]। মোট কথা বি. সার কথা, আসল কথা। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072391
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768092
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720857
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697686
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594398
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544609
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542178

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন