Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মহোদধি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মহোদধি এর বাংলা অর্থ হলো -

(p. 692) mahōdadhi বি. মহাসাগর [সং. মহত্ + উদধি]।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মর্ম
(p. 687) marma (-র্মন্) বি. 1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত); 2 অন্তরের কোমলতমনিগূঢ়তম প্রদেশ; 3 হৃদয়; 4 উদ্দেশ্য, অভিপ্রায়; 5 তাত্পর্য; 6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)। সং √ মৃ + মন্। ̃ .কথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়। ̃ .গ্রহণ, মর্মাব-ধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন। ̃ .ঘাতী (-তিন্) (বাং.) ̃ .ন্তুদ, ̃ .ভেদী (-দিন্), মর্মান্তিক বিণ. 1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি); 2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)। ̃ .ঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম ('অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না': রবীন্দ্র)। ̃ জ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ। ̃ .জ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ। ̃ .পীড়া, ̃ .বেদনা, ̃.ব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা। বাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)। ̃ স্হল, ̃স্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতমনিগূঢ়তম প্রদেশ। ̃ স্পর্শী (র্শিন্), ̃ স্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন। মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত। মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)। মর্মী (-র্মিন্) বিণ, 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি। মর্মোদ্-ঘাটন, মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ। 8)
মইসা, মইসে,
(p. 675) misā, misē, (কথ্য) মসে বি. জামাকাপড় অতি ক্ষুদ্র ফোঁটা ফোঁটা ছাতা পড়ার কালো দাগ। [সং মসি]। 4)
মোক্ষ
মীমাংসক
(p. 707) mīmāṃsaka দ্র মীমাংসা। 20)
মহাকাশ
মাল্য
(p. 703) mālya বি. 1 মালা, হার; 2 পুষ্পমালা। [সং. মালা3 + য]। ̃. বান (-বত্) বিণ মাল্যধারী। বি. রামায়ণে বর্ণিত পর্বতবিশেষ। স্ত্রী.̃. বতী। 17)
ম্যাজ-ম্যাজ
মচ্ছব
(p. 676) macchaba বি. মহোত্সব -এর বিকৃত কথ্য রূপ (বাড়িতে যেন মচ্ছব লেগে গেছে)। 9)
মুখি
(p. 708) mukhi বি. ওল কচু প্রভৃতি অঙ্কুর বা ফেঁফড়া। [সং. মুখ + বাং ই]। ̃ .কচু বি. অতি কচি কচু। 15)
মিনার
মিরগেল
(p. 706) miragēla মৃগেল -এর কথ্য রূপ। 4)
মে়জ1
(p. 714) mē়ja1 বি. টেবিল। [ফা. মেজ্]। 36)
মেট্রিক
(p. 716) mēṭrika বি. বিণ. দশমিকের সাহায্যে গণনা বা পরিমাপের পদ্ধতি। [ইং. metric]। 8)
মেহ-ফিল-মহফিল
মহলা2
মোপেড
(p. 719) mōpēḍa বি. হালকা ধরনের মোটরসাইকেলবিশেষ। [ইং. moped]। 19)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরীচর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্তশ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মহাভাগ
(p. 688) mahābhāga দ্র. মহা2। 64)
মিয়াদ, মেয়াদ
মাহা2
(p. 704) māhā2 বি. মাস।[ফা. মাহ]। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785557
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026496
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901089
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708590
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us