Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার-কত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মার-কত এর বাংলা অর্থ হলো -

(p. 700) māra-kata বিণ. মরকতসম্বন্ধীয়।
[সং. মরকত + অ]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাট
(p. 692) māṭa বিণ. 1 মাটির মধ্যে উত্পন্ন (মাটকলাই); 2 মাটির তৈরি (মাট কোঠা)। [ বাং. মাটি.]। ̃ .কলাই বি. চীনাবাদাম। ̃ .কোঠা বি. মাটির তৈরী দুই বা ততোধিক তলবিশিষ্ট বাড়ি। 78)
মনো-বেদনা, মনো-ব্যথা
(p. 676) manō-bēdanā, manō-byathā বি. মনঃকষ্ট, দুঃখ। [সং. মনস্ + বেদনা, ব্যথা]। 153)
মলন
(p. 687) malana বি. 1 মর্দন, দলন; 2 রগড়ানো।[সং. √ মল্ + অন]। 15)
মাইনা, মাইনে
(p. 692) māinā, māinē বি. বেতন, মাহিনা, মাস-মাইনে। [মাহিনা দ্র]। 27)
মোদক1
(p. 719) mōdaka1 বি. 1 ময়রা, হিন্দুজাতিবিশেষ; 2 মোয়া, নাড়ু; 3 ভাং চিনি ইত্যাদি দ্বারা প্রস্তুত কবিরাজি ওষুধবিশেষ। [সং. √ মুদ্ + ণিচ্ + অক]। 9)
মিয়োনো
(p. 706) miẏōnō মিয়নো -র বানানভেদ। 2)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরীচর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্তশ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মগ়জ
(p. 675) mag়ja বি. 1 মস্তিষ্ক 2 বুদ্ধি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তক্ষুনি সু. রা. ফা. মগজ ধোলাই বি ক্রমাগত যুক্তি তর্ক বা অনুরোধের দ্বারা কারও পূর্ব ধারনা ত্যাগ করে নতুন চিন্তা বা ধারণা গ্রহণ বা বিশ্বাস করতে বাধ্য করা, brain-washing. 34)
মোচন
মোহ
(p. 719) mōha বি. 1 ষড়্রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি; 2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন); 3 বিবেকহীনতা; 4 মূর্ছা; 5 মায়া; 6 মাত্রাতিরিক্ত আবেশ। [সং. √ মুহ্ + অ]। ̃ .কর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন। ̃ .তিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি। ̃ .নিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা। ̃ .বন্ধ, ̃ .বন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব। ̃ .ভঙ্গ বি. মোহের অবসান। ̃ মত্ততা, ̃ মদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা। ̃ মন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র। ̃ মুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন। ̃ মুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি। 38)
মিয়নো
(p. 705) miẏanō ক্রি. বি. 1 নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে); 2 নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো); 3 মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)। [বাং, √মিয়া]। বিণ. উক্ত সব অর্থে। মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে) 27)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
মুর্গি-মুরগি
(p. 712) murgi-muragi র. বর্জি. বানান [সং.]। 27)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্রমূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
মাল-ঝাঁপ
মাদুলি
(p. 692) māduli বি. ক্ষুদ্র মাদলাকৃতি কবচ। [বাং মাদল + ই]। 128)
মেরিনো, মেরুনো
(p. 716) mērinō, mērunō বি. স্পেনদেশীয় মেরিনো ভেড়ার লোমে তৈরি কাপড়বিশেষ। বিণ. উক্ত ভেড়ার লোমে তৈরি। [পো. marino]। 39)
মাদল
মুফত
মনস্কাম, মনস্কামনা
(p. 676) manaskāma, manaskāmanā বি. মনের বা অন্তরের ইচ্ছা, মনোবাসনা, অন্তরের উদ্দেশ্য ('সেই ডাকে মোর শুধুশুধুই পূরবে মনস্কাম': রবীন্দ্র)। [সং. মনস্ + কাম, কামনা]। 118)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185480
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785544
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901085
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620131

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us