Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিনসে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মিনসে এর বাংলা অর্থ হলো -

(p. 705) minasē (বিরল). মিনসা বি. (গ্রা.) (অবজ্ঞায়) বয়ঃপ্রাপ্ত পুরুষ, পুরুষমানুষ (মিনসে বসে বসে ভাত ওড়ায়)।
[ সং. মনুষ্য]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাগনা
(p. 692) māganā বিণ. 1 বিনামূল্য প্রাপ্ত, অমনি-অমনি পাওয়া গেছে এমন (এত জিনিস কে আমাকে মাগনা দেবে ?); 2 ভিক্ষালব্ধ। [বাং. মাগন + আ]। 54)
মাত্রা
(p. 692) mātrā বি. পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্হ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। ̃ .জ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। ̃ তিরিক্ত, ̃ তীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। ̃ .বৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। ̃ .বোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান। মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়। 116)
ম্যাড়-ম্যাড়
মাস্তুল
(p. 703) māstula বি. নৌকা জাহাজ ইত্যাদি পোতে সংলগ্ন পাল খাটাবার কাঠের উঁচু দণ্ডবিশেষ।[পো. mastro]। 38)
মুচকুন্দ-মুচুকুন্দ
(p. 710) mucakunda-mucukunda র. মার্জিত রূপ। 7)
মিলিয়ন
(p. 706) miliẏana বি. দশ লক্ষ, এক হাজারে হাজার গুণ। [ইং. million]। 21)
মুক্ত
(p. 708) mukta বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, 'মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 1 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। ̃ .কচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। ̃ .কণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। ̃ .কেশ বি. খোলা চুল। বিণ. চুল খুলে গেছে এমন। ̃ .কেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্হায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা। ̃ .কেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। বি কালিকাদেবী। মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse. ̃ .পুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে। ̃ .বেণি, ̃ .বেণী বি. খোলা চুল ('মুক্তবেণী পিঠের পরে লোটে': রবীন্দ্র)। বিণ. বিনুনি বাঁধেনি এমন। ̃ .সঙ্গ বিণ. বিষয়বাসনা-রহিত, আসক্তিহীন। ̃ .হস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন। 3)
মখ-মল
(p. 675) makha-mala বি. নরম মসৃণ ও মোটা কাপড়াবিশেষ, ভেলভেট। আ. মখ্মল্। 30)
মত্-কুণ
(p. 676) mat-kuṇa বি. 1 বি ছারপোকা; 2 শ্মশ্রুহীন পুরুষ, মাকুন্দ। [সং মত্ (মদ্ + ক্কিপ্)+ক্কণ্ + অ নি.)]। 62)
মওয়া
(p. 675) mōẏā ক্রি. বি. মন্হন করা। [সং √ মথ্ + বাং. আ]। 12)
মউনি
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
-মন্ত
ময়না2
মা2
মেটুলি, মেটে1
(p. 716) mēṭuli, mēṭē1 বি. পাঁঠা ছাগল প্রভৃতি পশুর যকৃত্। [দেশি.]। 3)
মাসী, মাসীমা
(p. 703) māsī, māsīmā যথাক্রমে মাসি ও মাসিমা -র বর্জি. বানান। 33)
মরচে
(p. 685) maracē বি. আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে লোহায় লাল রঙের যে আচ্ছাদন পড়ে, লৌহময়, জং। [ফা. মোর্চা]। 25)
মোট2
ম-ফলা
(p. 676) ma-phalā বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ম -যোগ।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140388
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730613
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942806
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696638
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603077

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us