Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মূর্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মূর্ত এর বাংলা অর্থ হলো -

(p. 712) mūrta বিণ. 1 মূর্তিকার, আকার বা শরীর বা চেহারা ধারণ করেছে এমন; 2 সুস্পষ্টরূপে আত্মপ্রকাশ করেছে এমন; 3 স্পষ্ট, প্রত্যক্ষ।
[সং. √ মূর্ছ্ + ত]।
72)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মৃত্তিকা
(p. 714) mṛttikā বি. 1 মাটি (মৃত্তিকানির্মিত); 2 ভূমি, ভূতল (মৃত্তিকাগর্ভে)। [সং. √মৃদ্ + তিক + আ]। 18)
মদ্দ মদ্দা মদ্দানি
(p. 676) madda maddā maddāni যথাক্রমে মর্দা মর্দামর্দানি -র কথ্য রূপ। 84)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মিঞা-মিয়া
(p. 704) miñā-miẏā র. বানানভেদ। ̃. বিবি বি. 1 মুসলমান দম্পতি; 2 ভদ্র দম্পত্তি। 26)
মূক
(p. 712) mūka বিণ. 1 বাক্শক্তিহীন, বোবা ('মুক মুখে দিতে হবে ভাষা': রবীন্দ্র); 2 বিমুঢ়, হতবাক (বিস্ময়ে মুক হওয়া) [সং. √ মূ + ক]। 66)
মণি-পূরক, মণি-পদ্ম
মকম্মল
মল-মল
(p. 687) mala-mala বি. মিহি ও নরম সুতিবস্ত্রবিশেষ। [হি. তু. সং. মলমল্লক]। 17)
মস্তিষ্ক
(p. 688) mastiṣka বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি + √ মুষ্ক্ + অ]। ̃ চালনা বি. বুদ্ধি খেলানো, চিন্তা করা। ̃ বিকৃতি বি মাথার গোলমাল। ̃ হীন বিণ. নির্বোধ। 37)
মৌল-বাদ
মাজা1
(p. 692) mājā1 বি. কোমর, কটি দেহের মধ্যভাগ, পিঠ ও নিতম্বের মধ্যবর্তী ভাগ। [প্রাকৃ. মজ্ঝ]। 67)
মউল1
(p. 675) mula1 বি. বউল, বোল, মুকুল। [সং মুকুল]। 8)
মূর্ছনা
মত্স্য
(p. 676) matsya বি. 1 মাছ, মীন; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 পুরাণবিশেষ; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি; 5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ; 6 প্রাচীন বিরাটরাজ্য। [সং √ মদ্ + স্য] স্ত্রী. মত্সী ̃ .করণ্ডিকা বি. খালুই, চুপড়ি। ̃ .গন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর। ̃ .জীবী (-বিন্), মত্স্যোপ-জীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা। বি. ধীবর, জেলে। ̃ .ন্যায় ̃ .নীতি, মাত্স্য-ন্যায় জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণঅত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা। ̃ .পুরাণ বি. মত্স্য-অবতারের কাহিনি-সংবলিত পুরাণ। ̃ .মুখ বি. হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান। ̃ .রঙ্গ বি. মাছরাঙ্গা পাখি। মত্স্যাশী (-শিন্) বিণ. মত্স্যভোজী। মত্স্যাসন বি. মাছের মতো ভঙ্গির যোগাসনবিশেষ। 66)
মুগ
(p. 708) muga বি. হলুদ রঙ্গের ডালবিশেষ। [সং মুদ্গ]। ̃ .কলাই বি. খোসা না-ছাড়ানো মুগ 28)
মুরজ
(p. 712) muraja বি. আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ, পাখোয়াজ। [সং. মুর + √ জন্ + অ]। 15)
মণ্ড
(p. 676) maṇḍa বি. 1 চাল যব চিঁড়ে প্রভৃতি গরম জলে সিদ্ধ করে প্রস্তুত ক্কাথ, মাড়; 2 লেই বা কাইয়ের মতো বস্তু। [সং √ মণ্ড্ + অ]। 52)
মালশা
(p. 700) mālaśā বি. সরাজাতীয় মাটির বড়ো ও গভীর পাত্রবিশেষ। [ সং. মল্ল]। 71)
মেজে, মেঝে
(p. 714) mējē, mējhē বি. গৃহতল। [বাং. মাঝিয়া মেঝে]। 44)
মাস-তুত, মাস-তুতো
(p. 703) māsa-tuta, māsa-tutō বিণ. নিজের মাসির অথবা পতি বা পত্নীর মাসির সন্তানরূপে সম্পর্কিত (মাসতুতো ভাই, মাসতুতো দেওর)।[বাং মাসি + তুত]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186153
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027597
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901313
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848277
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708730
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620543

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us