Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মৌলি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মৌলি এর বাংলা অর্থ হলো -

(p. 721) mauli বি. 1 মুকুট, কিরীট; 2 মস্তক (চন্দ্রমৌলি, তুষার মৌলি); 3 চূড়াবাঁধা কেশ; 4 ভূমি।
[সং. মূল + ই]।
নাথ বি. শিব, মহাদেব।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মিতা
(p. 705) mitā বি. বন্ধু সখা সুহৃদ ('আমার কী বেদনা সে কি জান, ওগো মিতা': রবীন্দ্র)। [সং. মিত্র]। স্ত্রী. (বিরল) মিতিন। ̃লি বি. বন্ধুত্ব, সখ্য (দুজনে মিতালি হওয়া, মিতালি পাতানো)। 4)
মানান
(p. 699) mānāna বি. 1 উপযুক্ততা (মানানসই); 2 শোভা। বিণ. 1 শোভন; 2 উপযুক্ত। [ বাং. √ মানা2]। ̃ .সই, (বর্ত. অপ্র.) ̃ .সহি বিণ. 1 উপযুক্ত; 2 শোভন (মানানসই চেহারা, মানানসই গড়ন); 3 মাপ-অনুযায়ী মানানসই জুতো)। 5)
মন্হাদ্রি
(p. 676) manhādri বি. মন্দরপর্বত। [সং. মন্হ + অদ্রি]। 186)
মুখর
মোলায়েম
(p. 719) mōlāẏēma (কথ্য). মোলাম বিণ. কোমল ও মসৃণ (মোলায়েম স্বরে কথা)। [আ. মুলাইম্] 32)
মনো-বিকার
(p. 676) manō-bikāra বি. 1 মনের অস্বাভাবিক অবস্হা; 2 চিত্তচাঞ্চল্য; 3 মনের ব্যাধি, psychosis [সং. মনস্ + বিকার]। 148)
মোচড়া, মোচড়ানো
(p. 718) mōcaḍ়ā, mōcaḍ়ānō যথাক্রমে মুচড়ামুচড়ানো -র চলিত রূপ। 11)
মস্তিষ্ক
(p. 688) mastiṣka বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি + √ মুষ্ক্ + অ]। ̃ চালনা বি. বুদ্ধি খেলানো, চিন্তা করা। ̃ বিকৃতি বি মাথার গোলমাল। ̃ হীন বিণ. নির্বোধ। 37)
মেদ
(p. 716) mēda বি. প্রাণীদেহে চামড়ার নীচে সঞ্চিত চর্বি বা বসা। [সং. মেদস্]। ̃ .বহুল বিণ. প্রচুর মেদ আছে এমন (মেদবহুল দেহ)। 17)
মুখটি1
(p. 708) mukhaṭi1 বি. (শিশিবোতল ইত্যাদি) মুখের ঢাকনা বা ছিপি। [সং. মুখ + বাং. টি]। 7)
মকদ্দমা, মোকদ্দমা
মনকির
(p. 676) manakira (মুস.) বি. স্বর্গীয় দূতবিশেষ।[আ.]। 107)
মওয়া
(p. 675) mōẏā ক্রি. বি. মন্হন করা। [সং √ মথ্ + বাং. আ]। 12)
মিয়োনো
(p. 706) miẏōnō মিয়নো -র বানানভেদ। 2)
মাতন
মহদাশ্রয়
(p. 688) mahadāśraẏa বি. মহত্ লোকের আশ্রয়।[সং. মহত্ + আশ্রয়]। 43)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরীচর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্তশ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মরীচিকা
মির-মুনশি
(p. 706) mira-munaśi বি. প্রধান কেরানি।[ফা. মীর মুন্শী]। 6)
মাগি
(p. 692) māgi বি. (অশি. অবজ্ঞায়) 1 প্রাপ্তবয়স্কা নারী (ওই মাগিটা আমার এখানে এসেছে কেন?); 2 বেশ্যা। [বাং. মাগ + ই]। ̃ .বাড়ি বি. বেশ্যালয়। 56)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071995
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767985
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365394
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720796
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697623
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594327
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544525
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন