Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
যাওয়া এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। যাওয়া এর বাংলা অর্থ হলো -
(p. 723) yāōẏā ক্রি. বি. 1 গমন করা
(স্কুলে
যাওয়া,
বাড়ি
যাওয়া);
2
অতিবাহিত
হওয়া, কেটে
যাওয়া
(দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না':
রবীন্দ্র);
4 নষ্ট বা
ধ্বংস
হওয়া (জীবন যায়, মান যায়); 5
ব্যয়িত
হওয়া (জলের মতো টাকা
যাচ্ছে);
6
অপ্রত্যাশিত
বা
অস্বস্তিকর
কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে
যাওয়া,
হেরে
যাওয়া);
7
টেকসই
হওয়া
(কলমটায়
গেল
অনেকদিন);
8 কোনো
অবস্হায়
আসা বা থাকা (বাদ
যাওয়া,
খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে,
চালিয়ে
যাও)।
[বাং. √ যা]।
আসা বি.
যাতায়াত
(দুটো
পরিবারের
মধ্যে
তেমন
যাওয়া-আসা
নেই)।
যায়যায়
বি. বিণ. মরার বা গত
হওয়ার
উপক্রম
(প্রাণ
যায়যায়
অবস্হা)।
যেতে বসা ক্রি. নষ্ট হবার
উপক্রম
করা।
59)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
যকৃত্
(p. 722) yakṛt বি. 1
পেটের
মধ্যে
ডানদিকে
অবস্হিত
পিত্তনিঃসারক
গ্রন্হিময়
যন্ত্র,
liver; 2
পিত্তাশয়বর্ধক
পীড়াবিশেষ।
[সং যম্ + কৃ +
ক্বিপ্]।
4)
যুয়ান-জোয়ান
(p. 728)
yuẏāna-jōẏāna
2 ও
যোয়ান
-এর
রূপভেদ।
15)
যোগিনী
(p. 728) yōginī বি.
(স্ত্রী.)
1
দুর্গাদেবীর
চৌষট্টি
সহচরীর
যেকোনো
একজন 2
তপস্বিনী,
যোগসাধনাকারিণী;
3
(জ্যোতিষ.)
তিথিবিশেষ।
[সং. √ যুজ্ + ইন্ + ঈ]। 42)
যখন
(p. 722) yakhana
ক্রি-বিণ.
1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2
যেহেতু
(দেরি যখন হলই তখন
কথাটা
শুনেই
যাও)। [সং.
যত্ক্ষণ]।
̃ ই, যখনি
ক্রি-বিণ.
যেইমাত্র
(যখনই খিদে পাবে তখনই খেয়ে
নেবে)।
কার বিণ.
যেসময়ের
(যখনকার
কাজ তখন
করবে।
যখনকার
যা
তখনকার
তা
সময়ের
কাজ সময়ে করা
উচিত।
যখনতখন
ক্রি-বিণ.
1
সময়-অসময়
বিচার
না করে
(যখনতখন
তাগাদা
দেয়); 2 ঘনঘন,
প্রায়ই
(যখন-তখন
জ্বর
আসছে)।
যখন যেমন তখন তেমন
অবস্হানুযায়ী
আচরণ বা
ব্যবস্হা।
7)
যবে
(p. 723) yabē অব্য.
ক্রি-বিণ.
(কাব্যে)
যখন,
যে-সময়ে।
[হি. যব]। 38)
যম2
(p. 723) yama2 বি. 1
মৃত্যুর
অধিদেবতা,
শমন,
কৃতান্ত;
2
মৃত্যু।
[সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী
(-য়িন্)
বিণ. অমর,
মৃত্যুঞ্জয়,
মৃত্যুহীন।
̃
.জাঙ্গাল
বি.
আকাশগঙ্গা,
ছায়াপথ।
̃ .দণ্ড বি. 1 যমের
অস্ত্র
বা আয়ুধ 2 যমের
দেওয়া
শাস্তি;
3
মৃত্যুদণ্ড।
̃ .দূত বি. 1 যমের
অনুচর;
2 (আল.)
মৃত্যুর
মতো ভীষণ
সংবাদ
যে বহন করে আনে; 3
ভয়ংকর
আকৃতির
লোক। ̃
.দ্বার
বি. 1 যমের
বাড়ির
দরজা 2 যমের
রাজ্য
বা নরক। ̃
.দ্বিতীয়া
বি.
কার্তিক
মাসের
শুক্লা
দ্বিতীয়া,
যে
তিথিতে
ভাইফোঁটা
দেওয়া
হয়,
ভ্রাতৃদ্বিতীয়া।
̃
.পুকুর
বি.
কার্তিক
মাসে
অনুষ্ঠেয়
কুমারীব্রতবিশেষ।
̃ .পুরী,
যমালয়
বি.
মৃত্যুপুরী,
নরক। ̃
.যন্ত্রণা,
̃.যাতনা
বি. (আল.)
মৃত্যুকালীন
কষ্টের
মতো
ভয়ংকর
কষ্ট।
̃ .রাজ বি.
মৃত্যুর
দেবতা,
দক্ষিণ
দিকের
অধিদেবতা,
যম। ̃
.যমান্তক
বি.
যমজয়ী
শিব,
মৃত্যুঞ্জয়।
̃ .যমে ধরা ক্রি. বি. মারা
যাওয়া;
সর্বনাশা
দুর্বুদ্ধিগ্রস্ত
হওয়া।
̃ .যমের
অরুচি
এমন
জঘন্য
লোক যাকে যমও
স্পর্শ
করে না। যমের দোসর বি. যমের সহচর
অর্থাত্
অতি
ভয়ংকর
লোক। যমের
বাড়ি
যাওয়া
ক্রি. বি.
মৃত্যুমুখে
পতিত হওয়া, মারা
যাওয়া।
41)
যুযুত্সা
(p. 728) yuyutsā বি.
যুদ্ধের
ইচ্ছা,
যুদ্ধ
করার
ইচ্ছা।
[সং. যুধ্ + সন্ + আ]।
যুযুত্সু
বিণ.
যুদ্ধ
করতে
ইচ্ছুক।
বি.
জাপানি
প্রথার
কুস্তি
বা
ব্যায়ামবিশেষ।
16)
যূষ
(p. 728) yūṣa বি. 1
ক্বাথ
2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো
নির্দিষ্ট
ব্যক্তি
বস্তু
বা বিষয় (যে আসবে যে
আসুক)।
বিণ. যার কথা বলা
হচ্ছে
(যে লোক, যে
বিষয়)।
অব্য. 1
মিশ্রবাক্যে
অপ্রধান
বাক্যের
সূচনায়
ব্যবহৃত
সংযোজক
(তিনি
বললেন
যে
বৃষ্টি
হবে); 2
ঘটনা-নির্দেশে
(তিনি যে
আসবেন
তা আমি
ভাবিনি)
3 সংশয়
প্রকাশে
(কী যে হবে কে জানে); 4
হেতুনির্দেশে
('বেলা যে পড়ে এল
জল্কে
চল':
রবীন্দ্র);
5
আধিক্য-প্রকাশে
(মাছের
যে দাম ! যে
ঠাণ্ডা
পড়েছে!);
6
কারণ-জিজ্ঞাসায়
(খেলি না যে?
সেদিন
এলে না যে?); 7
বিস্ময়
বা
বিরক্তি-প্রকাশে
(আবার
বৃষ্টি
এল যে)।
[প্রাকৃ.
জে সং. যদ্]। যে
আজ্ঞা,
যে
আজ্ঞে
যথা
আজ্ঞা
অর্থাত্
আদেশ
অনুসারে
কাজ করা হবে।
যে-কে-সেই
বি.
পূর্ববত্
অবস্হা,
পূর্বাবস্হা
(দুদিন
একটু ভালো ছিল এখন আবার
যে-কে-সেই)।
যে-কেউ
সর্ব.
যে-কোনো
ব্যক্তি।
যে-কেহ
সর্ব.
যে-কেউ
('যে কেহ মোরে
দিয়েছ
সুখ':
রবীন্দ্র)।
যেবা সর্ব.
যে-কেউ,
যে-কোনোটি
বা
যে-কোনো
জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1
প্রত্যেকেই,
সকলেই;
2
অনেকেই;
3
যে-কেউ
(যে-সে
ক্লাবের
সদস্য
হতে
পারবে
না); 4
নগণ্য
কেউ (যে-সে এসে
চাইলেই
দিতে হবে
নাকি?)।
22)
যাবচ্চন্দ্র-দিবাকর
(p. 726)
yābaccandra-dibākara
ক্রি-বিণ.
যতকাল
চন্দ্র
ও
সূর্য
থাকবে
ততকাল,
চিরকাল।
[সং.
যাবত্
+
চন্দ্র
+
দিবাকর]।
34)
যন্তা
(p. 723) yantā
(যন্তৃ)
বি. 1
সারথি;
2
পরিচালক;
3
মাহুত।
[সং. √ যম্ + তৃ]। [তু.
নিয়ন্তা]।
20)
যক্ষ্মা
(p. 722) yakṣmā
(-ক্ষ্মন্)
বি.
ক্ষয়রোগবিশেষ,
ক্ষয়কাশি,
টিবিরোগ,
phthisis. [সং. √
যক্ষ্
+ মন্]। 6)
যম1
(p. 723) yama1 বি. সংসম; 2
যোগসাধনার
জন্য
নির্দিষ্ট
দশরকম
নীতি বা আচার যথা
অহিংসা
সত্য
অস্তেয়
(চুরি
নাকরা)
ব্রহ্মচর্য
দয়া
সরলতা
ক্ষমা
ধৃতি
মিতাহার
শৌচ। [সং. √ যম্ + অ]। 40)
যষ্টি
(p. 723) yaṣṭi বি. 1 লাঠি, ছড়ি; 2 দণ্ড; 3
বৃক্ষশাখা।
সং. যজ্ +
তি।.মধু
বি.
বৃক্ষবিশেষের
মিষ্টি
শিক়ড়।
52)
যুগান্তর, যুগাবতার
(p. 728) yugāntara, yugābatāra দ্র যুগ। 2)
যমী
(p. 723) yamī
(-মিন্)
বিণ.
সংযমী,
জিতেন্দ্রিয়।
[সং. যম + ইন্]। 46)
যোক্ত্র, যোত্র
(p. 728) yōktra, yōtra বি.
লাঙলাদির
জোয়াল
বাঁধবার
দড়ি বা জোত। [সং. √ যুজ্ + ত্র]। 36)
যোটা, যোটানো, যোড়, যোত, যোতা
(p. 728) yōṭā, yōṭānō, yōḍ়, yōta, yōtā
যথাক্রমে
জোটা,
জোটানো,
জোড়, জোত ও জোতা -র
বানানভেদ।
50)
যত্র
(p. 723) yatra বি. সর্ব. 1 যে
স্হানে
বা
বিষয়ে;
2
যে-পরিমাণ,
যেমন (যত্র আয় তত্র
ব্যয়)।
[সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের
সমস্তটাই
ব্যয় হয়ে যায়
অর্থাত্
কিছুই
জমে না এমন
অবস্হা।
̃ .তত্র
ক্রি-বিণ.
যেখানে-সেখানে
স্হানের
ভালোমন্দ
বিচার
না করে
সর্বত্র
(যত্রতত্র
ঘুরে
বেড়ানো)।
8)
যশদ
(p. 723) yaśada বি.
দস্তা।
[সং. অশ্ + অদ?]। 49)
যোই
(p. 728) yōi সর্ব.
(ব্রজ.)
যা; যে। [হি. যো]। 34)
Rajon Shoily
Download
View Count : 2577535
SutonnyMJ
Download
View Count : 2185211
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh
Download
View Count : 1025951
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha
Download
View Count : 708498
NikoshBAN
Download
View Count : 619862
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us