Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন এর বাংলা অর্থ হলো -

(p. 728) yōgāyōga, yōgārūḍh়, yōgāsana, yōgāsīna দ্র যোগ।
40)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যোগিয়া
(p. 728) yōgiẏā বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. যোগ + বাং. ইয়া]। 43)
যব1
(p. 723) yaba1 বি. 1 ধান বা গমজাতীয় শস্যবিশেষ; 2 বুড়ো আঙুলে যবের মতো রেখাবিশেষ; 3 পরিমাণবিশেষ (1 যব = 1/4 ইঞ্চি)। [সং. যু + অ]। 28)
যন্ত্রণ
(p. 723) yantraṇa বি. 1 পীড়ন বা দমন 2 শাসন; 3 সংকোচন। [সং. √ যন্ত্র্ + অন]। তু. নিয়ন্ত্রণ। 22)
যোটক
(p. 728) yōṭaka বি. 1 মিলন 2 যে বা যা মিলিয়ে দেয় (রাজযোটক)। [সং. √ যু + ট + ক]। 49)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যুঝা
(p. 728) yujhā দ্র জুঝা। 6)
যক্ষ্মা
যুধ্য-মান
(p. 728) yudhya-māna বিণ. যুদ্ধ করছে এমন, যুদ্ধরত (যুধ্যমান সৈন্যদল)। [সং. √ যুধ্ + মান (শানচ্)]। 10)
যাই
(p. 723) yāi 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 57)
যাতা2
(p. 726) yātā2 বি. স্বামীর ভ্রাতৃজায়া, জা। [সং. √ যত্ + ঋ = যাতৃ। 14)
যান্ত্রিকতা
(p. 726) yāntrikatā বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]। 28)
যৌতুক
(p. 728) yautuka বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]। 61)
যোত্র
(p. 728) yōtra দ্র যোক্ত্র। 51)
যদু
(p. 723) yadu বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র। [সং.] ̃ .কুল-পতি, ̃.নাথ, ̃.পতি বি. শ্রীকৃষ্ণ। ̃. বংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)। ̃ .মধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)। 17)
যোষা
(p. 728) yōṣā বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্ ও যোষা- র অনুরূপ। 57)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
যম1
(p. 723) yama1 বি. সংসম; 2 যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি নাকরা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ। [সং. √ যম্ + অ]। 40)
যৌবরাজ্য
যবিষ্ঠ, যবীয়ান
(p. 723) yabiṣṭha, yabīẏāna (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]। 37)
যথা
(p. 723) yathā অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রিবিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ক্রি-বিণ. যথার্থভাবে। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2627987
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2241735
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1858279
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1127164
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922150
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 859971
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723621
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660214

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us