Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
যত্2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। যত্2 এর বাংলা অর্থ হলো -
(p. 722) yat2 বিণ. 1 যে
(যত্কালে);
2 যা
(যদিচ্ছা)।
[সং. যদ্]।
কালে
ক্রি-বিণ.
যে
সময়ে।
কিঞ্চিত্,সামান্য
বিণ. 1 কিছু
পরিমাণ;
2
অত্যল্প;
3
একটুমাত্র
(যত্সামান্য
টাকা)।
পরিমাণ
বিণ. যে
পরিমাণ,
যতটা,
যতটুকু।
পরো-নাস্তি
বিণ.
ক্রি-বিণ.
যারপরনাই,
অত্যন্ত,
নিরতিশয়
(যত্পরোনাস্তি
পরিশ্রম,
যত্পরোনাস্তি
ক্লান্ত,
যত্পরোনাস্তি
আনন্দ)।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
যৌথেয়
(p. 728) yauthēẏa বি.
যোদ্ধা।
[সং. যোধ + এয়]। 63)
যান্ত্রিক
(p. 726) yāntrika বিণ. 1
যন্ত্রসম্বন্ধীয়
(যান্ত্রিক
গোলযোগ);
2
যন্ত্রবিশারদ,
যন্ত্রনির্মাণে
বা
যন্ত্রচালনে
দক্ষ।
বি.
যন্ত্রচালক
('যান্ত্রিক
না হলে
যন্ত্র
কেমন করে
বাজে?':
বি. গু.)। [সং. √
যন্ত্র্
+ ইক।
যান্ত্রিক
শক্তি
যন্ত্রের
শক্তি,
যন্ত্রশক্তি।
যান্ত্রিক
সভ্যতা
আবিস্কৃত
বিভিন্ন
যন্ত্রের
সাহায্যে
যে
সভ্যতা
গড়ে
উঠেছে।
বি. ̃ .তা। 27)
যূথ
(p. 728) yūtha বি.
পশুপাখির
দল বা পাল। [সং. √ যু
(=মিশ্রণ)
+ থ]। ̃ .চর,
̃.চারী
(-রিন্)
বিণ. (পশু
সম্বন্ধে)
দলবদ্ধভাবে
বিচরণ
করে এমন। ̃ .নাথ, ̃.পতি বি. দলের
সর্দার;
দলবদ্ধভাবে
বিচরণকারী
পশুদলের
সর্দার।
̃
.ভ্রষ্ট
বিণ.
দলছাড়া,
দল থেকে
বিচ্ছিন্ন।
18)
যাওয়া
(p. 723) yāōẏā ক্রি. বি. 1 গমন করা
(স্কুলে
যাওয়া,
বাড়ি
যাওয়া);
2
অতিবাহিত
হওয়া, কেটে
যাওয়া
(দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না':
রবীন্দ্র);
4 নষ্ট বা
ধ্বংস
হওয়া (জীবন যায়, মান যায়); 5
ব্যয়িত
হওয়া (জলের মতো টাকা
যাচ্ছে);
6
অপ্রত্যাশিত
বা
অস্বস্তিকর
কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে
যাওয়া,
হেরে
যাওয়া);
7
টেকসই
হওয়া
(কলমটায়
গেল
অনেকদিন);
8 কোনো
অবস্হায়
আসা বা থাকা (বাদ
যাওয়া,
খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে,
চালিয়ে
যাও)। [বাং. √ যা]। ̃ আসা বি.
যাতায়াত
(দুটো
পরিবারের
মধ্যে
তেমন
যাওয়া-আসা
নেই)।
যায়যায়
বি. বিণ. মরার বা গত
হওয়ার
উপক্রম
(প্রাণ
যায়যায়
অবস্হা)।
যেতে বসা ক্রি. নষ্ট হবার
উপক্রম
করা। 59)
যন্ত্রী
(p. 723) yantrī
(-ন্ত্রিন্)
বি. 1
যন্ত্রচালক
2
বাদ্যযন্ত্র
বাজানোয়
দক্ষ
ব্যক্তি,
বাদক; 3
ষড়যন্ত্রকারী;
4 (আল.) যে
অপরকে
যন্ত্রের
মতো
চালনা
করে;
পরিচালক
(জীব
যন্ত্রমাত্র,
যন্ত্রী
পরমেশ্বর)।
[সং. √
যন্ত্র্
+ ইন্]। 26)
যাদব
(p. 726) yādaba বিণ.
যদুবংশীয়
(যাদব
নারী)।
বি.
শ্রীকৃষ্ণ।
[সং. যদু + অ]।
স্ত্রী.
যাদবী।
24)
যেই
(p. 728) yēi
ক্রি-বিণ.
যে-মুহূর্তে,
যখনই,
যেমনি
(সে যেই এল অমনি
ঝগড়াও
থেমে গেল)। বিণ.
(কাব্যে)
যে
(যেইদিন)।
[বাং. যে + ই]। 23)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
যুযুধান
(p. 728) yuyudhāna বিণ.
যুদ্ধকারী,
যোদ্ধা
(যুযুধান
বেশে
আবির্ভাব)।
বি. 1
ক্ষত্রিয়
2
সাত্যকি।
[সং. √ যুধ্ + আন]। 17)
যামী
(p. 726) yāmī দ্র যাম। 43)
যাতব্য
(p. 726) yātabya বিণ. 1
গমনীয়,
গমনের
যোগ্য
2
আক্রমণের
যোগ্য,
আক্রমণীয়।
[সং. √ যা +
তব্য]।
12)
যাঁহা
(p. 723) yām̐hā অব্য.
ক্রি-বিণ.
(ব্রজ. ও কথ্য) 1
যেখানে
('যাঁহা
যাঁহা
নিকসয়ে
তনু তনু
জ্যোতি':
গো. দা.); 2
যেইমাত্র,
যখনই
(যাঁহা
শোনা অমনি
দৌড়)।
[হি.]। 60)
যতি৩
(p. 723) yati3 বি. 1
পাঠমধ্যে
শ্বাসগ্রহণের
জন্য বা অন্য
কারণে
বিরামস্হান:
2
রচনার
মধ্যে
বিরাম
ইত্যাদির
চিহ্ন।
[সং. √ যম্ + তি]। ̃
.চিহ্ন
বি.
রচনাদি
পাঠকালে
কোথায়
থামতে
হবে তার
নির্দেশ-চিহ্ন
অর্থাত্
দাঁড়ি
কমা
ইত্যাদি।
̃ .পাত,
̃.ভঙ্গ
বি.
ছন্দের
ত্রুটি
বা
দোষবিশেষ।
4)
যোগ্য
(p. 728) yōgya বিণ. 1
উপযুক্ত,
মানানসই
(যোগ্য
পুরস্কার,
মানীর
যোগ্য
কাজ,
ব্যবহারযোগ্য);
2
সক্ষম,
সমর্থ
(সে-ই
একাজের
যোগ্য);
3
ন্যায্য
(যোগ্য
বেতন,
যোগ্য
শাস্তি)
4 সমান,
সমকক্ষ।
[সং. √ যুজ্ + য]। বি. ̃ তা।
স্ত্রী.
যোগ্যা।
45)
যাতা1
(p. 726) yātā1 বি.
গমনকর্তা,
যে যায়। [সং. √ যা + তৃ]। 13)
যেন
(p. 728) yēna অব্য. 1
উপমা-সূচক
(সুন্দর
যেন
কন্দর্প);
2
অনুমানে
(কোথায়
যেন
দেখেছি);
3
কল্পনায়
('মনে করো যেন
বিদেশ
ঘুরে':
রবীন্দ্র);
4
কামনা
প্রার্থনা
বা
অভিলাষ
প্রকাশে
(হে
ভগবান,
যেন
মানুষ
হই;
খবরটা
যেন পাই) 5
সতর্কীকরণে
(টাকাটা
যেন
হারায়
না দেখো); 6
স্বীকৃতিসূচক
(তাই যেন হল)। [সং. যদ্]।
যেন-তেন-প্রকারেণ
ক্রি-বিণ.
1
যে-কোনো
উপায়ে;
2
যেমন-তেমন
করে। 27)
যাতনা
(p. 726) yātanā বি.
যন্ত্রণা,
তীব্র
বেদনা
('কত না
যাতনা
দিনু':
চণ্ডী)।
[সং. যত্ + ণিচ্ + আ + আ]। 11)
যজ-মান
(p. 722) yaja-māna বি. 1
যজ্ঞাদি
বা
পূজার
অনুষ্ঠানকর্তা,
পুরোহিত;
2 যার
মঙ্গলার্থ
পুরোহিত
পূজানুষ্ঠান
করেন (ধনী
যজমান)।
[সং. √ যজ্ + মান
(শানচ্)]।
যজ-মানি
বি.
পৌরোহিত্য,
পৌরোহিত্য-ব্যবসায়।
যজ-মেনে
বিণ. (কথ্য)
পৌরোহিত্য
করে এমন
(যজমেনে
বামুন)।
10)
যাহা
(p. 726) yāhā সর্ব.
(সাধু.)
যে
বস্তু
বা বিষয় ('তুমি যাহা দাও সে.. যে
দুঃখের
দান':
রবীন্দ্র)।
[সং. যত্]। যাহা তাহা সর্ব. বিণ. যা-তা ('রোজ কত কী ঘটে যাহা
তাহা':রবীন্দ্র)।
যাহে অব্য.
(কাব্যে)
যাতে।
47)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1
সংগ্রাম,
সমর, রণ,
লড়াই
(বিশ্বযুদ্ধ,
রাজায়
রাজায়
যুদ্ধ)
2
ক্রীড়া
শক্তি
ইত্যাদির
প্রতিযোগিতা
দ্বন্দ্ব
(মুষ্টিযুদ্ধ)।
[সং. যুধ্ + ত]। ̃
.কালীন
বিণ.
যুদ্ধের
সময়ের
(যুদ্ধকালীন
তত্পরতা)।
̃ .জয় বি.
যুদ্ধে
শত্রু
বা
প্রতিদ্বন্দ্বীর
বিরুদ্ধে
সাফল্য।
̃ .নীতি,
̃.রীতি
বি. 1
যুদ্ধের
আইনকানুন;
2
যুদ্ধের
কৌশল।
̃
.বন্দি
বি.
যুদ্ধে
পরাজিত
পক্ষের
যে
সৈন্য
বা
লোকজনকে
জয়ী পক্ষ
গ্রেপ্তার
করে। ̃
.বিগ্রহ
বি.
যুদ্ধ
বিবাদ
ইত্যাদি।
̃
.বিদ্যা
বি.
যুদ্ধের
কৌশল
ফন্দি
ইত্যাদি
সংক্রান্ত
শাস্ত্র।
̃
.বিরতি
বি.
যুদ্ধের
সাময়িক
ক্ষান্তি।
̃
.বিশারদ
বিণ.
রণনিপুণ।
̃
.যাত্রা
বি.
যুদ্ধ
করতে রওনা হওয়া,
সংগ্রামের
অভিযান।
̃
.যুদ্ধাজীব
বি. বিণ.
যোদ্ধা,
সৈনিকবৃত্তি
অবলম্বনকারী।
̃
.যুদ্ধাব-সান
বি.
সংগ্রামের
সমাপ্তি,
শান্তি
বা
সন্ধি।
যুদ্ধার্থী
(-র্থিন্)
বিণ.
যুদ্ধ
করতে চায় এমন
যুদ্ধের
উপক্রমকারী।
যুদ্ধাস্ত্র
বি.
যুদ্ধে
ব্যবহারের
অস্ত্র।
যুদ্ধোত্তর
বিণ.
যুদ্ধের
পরবর্তী
কালের
(যুদ্ধোত্তর
ভারত)।
যুদ্ধোন্মাদ
বিণ.
রণোন্মত্ত।
বি. 1
যুদ্ধজনিত
উন্মত্ততা;
2
যুদ্ধ
করবার
প্রবল
বাসনা।
যুধিষ্ঠির
বিণ. (মূল অর্থ)
যুদ্ধকালে
বুদ্ধি
স্হির
রাখতে
পারে বা
ঘাবড়ায়
না এমন। বি.
জ্যেষ্ঠ
পাণ্ডব।
[সং. যুধি +
স্হির]।
9)
Rajon Shoily
Download
View Count : 2577865
SutonnyMJ
Download
View Count : 2185646
SolaimanLipi
Download
View Count : 1785740
Nikosh
Download
View Count : 1026872
Amar Bangla
Download
View Count : 901142
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN
Download
View Count : 620278
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us