Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাতনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাতনা এর বাংলা অর্থ হলো -

(p. 726) yātanā বি. যন্ত্রণা, তীব্র বেদনা ('কত না যাতনা দিনু': চণ্ডী)।
[সং. যত্ + ণিচ্ + আ + আ]।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যাচা1
(p. 723) yācā1 ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]।
যোজন
যৌবরাজ্য
যোই
(p. 728) yōi সর্ব. (ব্রজ.) যা; যে। [হি. যো]। 34)
যত্2
যোষা
(p. 728) yōṣā বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্ ও যোষা- র অনুরূপ। 57)
যিনি
(p. 726) yini সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা। 48)
যৌন
যাপিত, যাপ্য
(p. 726) yāpita, yāpya দ্র যাপক। 31)
যন্ত্রী
যন্ত্রাংশ
(p. 723) yantrāṃśa বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]। 24)
যমক
(p. 723) yamaka বিণ. একই গর্ভ থেকে একসঙ্গে জাত, যমজ। বি. (অল.) শব্দালংকারবিশেষ যাতে একই শব্দের ভিন্নার্থে পুনরাবৃত্তি হয়, যথা-('আনা দরে আনা যায় কত আনারস': ঈ. গু)। [সং. যম + ক]। 42)
যতেক
(p. 723) yatēka বিণ. (কাব্যে) 1 যে পরিমাণ (যতেক হাসি); 2 যে সংখ্যক ('কৃষ্ণের যতেক লীলা'); 3 সমস্ত। [বাং. যত + এক]। 6)
যোগালিয়া
(p. 728) yōgāliẏā বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় যোগাল + ইয়া]। 41)
যোগ্য
যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন
(p. 728) yōgāyōga, yōgārūḍh়, yōgāsana, yōgāsīna দ্র যোগ। 40)
যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যথা
(p. 723) yathā অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রিবিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ক্রি-বিণ. যথার্থভাবে। 9)
যুক্তি
(p. 726) yukti বি. 1 সংযোগ, মিলন, সংযুক্তি (দুই ভূখণ্ডের যুক্তি); 2 কারণ, হেতু (যুক্তিপ্রদর্শন); 3 ন্যায়, বিচার (যুক্তিযুক্ত); 4 পরামর্শ, মন্ত্রণা ('সকলে মিলি যুক্তি করি শেষে': রবীন্দ্র)। [সং. √ যুজ্ + তি]। ̃ .গ্রাহ্য, ̃.যুক্ত, ̃.সংগত, ̃.সম্মত, ̃.সহ বিণ. যথোচিত, ন্যায়সংগত, নায্য। ̃ .দাতা (-তৃ) বিণ. পরামর্শদাতা, যে মন্ত্রণা বা পরামর্শ দেয়। স্ত্রী ̃ .দাত্রী। ̃.নির্ভর বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .পূর্ণ বিণ. যুক্তিসংগত, যথোচিত। ̃ .পূর্বক ক্রি-বিণ. পরামর্শ করবার পর। ̃ .বিদ্যা বি. তর্কবিদ্যা, লজিক। ̃ .বিরুদ্ধ বিণ. যুক্তিসংগত নয় এমন। ̃ .সংগত, ̃.সম্মত বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .হীন বিণ. অন্যায়, যাতে সংগত কারণ বা প্রমাণ নেই (যুক্তিহীন বিচার)। 50)
যোগিনী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534943
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140485
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730703
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942909
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us