Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাথা-তথ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাথা-তথ্য এর বাংলা অর্থ হলো -

(p. 726) yāthā-tathya বি. প্রকৃত তথ্য, সত্য ঘটনা (যাথাতথ্য প্রকাশিত হওয়া)।
[সং. যথাতথ + য]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যষ্টি
(p. 723) yaṣṭi বি. 1 লাঠি, ছড়ি; 2 দণ্ড; 3 বৃক্ষশাখা। সং. যজ্ + তি।.মধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়। 52)
যমী
(p. 723) yamī (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]। 46)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
যৌতুক
(p. 728) yautuka বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]। 61)
যাচা1
(p. 723) yācā1 ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]।
যদৃচ্ছা
(p. 723) yadṛcchā বি. 1 স্বেচ্ছা, নিজের ইচ্ছা বাসনা বা খুশি; 2 দৈবক্রম, আকষ্মিক ঘটনা; 3 অনায়াস (যদৃচ্ছালব্ধ)। [সং. যদ্ + √ ঋচ্ছ্ + অ + আ]। 18)
যূষ
(p. 728) yūṣa বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতুনির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)। 22)
যব2
(p. 723) yaba2 ক্রি-বিণ. (ব্রজ.) যখন। [ সং. যদা। ̃ হু ক্রি-বিণ. যখনই। 29)
যেন
যথোচিত, যথোপ-যুক্ত, যথোপ-যোগী
যাপা
(p. 726) yāpā ক্রি. যাপন করা, কাটানো। [বাং. √ যাপ্ (সং. √ যাপি) + আ]। 30)
যোষা
(p. 728) yōṣā বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্ ও যোষা- র অনুরূপ। 57)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যাজ্ঞ -সেনী
(p. 726) yājña -sēnī বি. যজ্ঞ সেনের অর্থাত্ দ্রুপদরাজের কন্যা দ্রৌপদী। [সং. যজ্ঞ সেন + অ + ঈ]। 8)
যাত্রা
যোধন
(p. 728) yōdhana বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা; 3 যুদ্ধের অস্ত্র। [সং. √ যুধ্ + অন। 55)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যাত্রিক
যৌথেয়
(p. 728) yauthēẏa বি. যোদ্ধা। [সং. যোধ + এয়]। 63)
যবানী
(p. 723) yabānī দ্র যমানী। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243475
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1130466
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922953
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860490
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724228
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661580

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us