Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রত এর বাংলা অর্থ হলো -

(p. 733) rata বিণ. 1 নিযুক্ত (কর্মরত, পাঠরত); 2 আসক্ত, অনুরক্ত (বিষয়রত)।
বি. রতি, (সুরত)।
[সং. √ রম্ + ত]।
44)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রেওয়াজ
রিষ,
রূপ্য
(p. 748) rūpya বি. রুপো, রজত। [সং. রূপ + য]। 10)
রাঙা
(p. 738) rāṅā বিণ. 1 রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ); 2 ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)। [সং. রঙ্গ + বাং. আ]। ̃ আলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ। ̃ নো ক্রি. বি. 1 ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); 2 লাল রঙে রঞ্জিত করা; 3 রঞ্জিত করা (কাপড় রাঙানো); 4 আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। বিণ উক্ত সব অর্থে। ̃ বাস বি. গেরুয়া বস্ত্র। ̃ মাটি বি. গিরিমাটি। ̃ মুলো বি. 1 লাল রঙের মুলো; 2 (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি। 50)
রাজপ্রাসাদ, রাজবংশ
(p. 741) rājaprāsāda, rājabaṃśa দ্র রাজ4। 10)
রপ্ত
(p. 733) rapta বিণ. অভ্যস্ত (ওটা এখনও ঠিক রপ্ত হয়নি)। [আ. রব্ত্]। রপ্তে রপ্তে ক্রি-বিণ. ক্রমশ, ক্রমে, ধীরে (রপ্তে রপ্তে সবই সয়ে যাবে)। 61)
রায়ট
(p. 743) rāẏaṭa বি. দাঙ্গা। [ইং. riot]। 15)
রূপ
(p. 747) rūpa বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ জ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। 19)
রসালো-রসাল
(p. 736) rasālō-rasāla (বিণ.) এর রূপভেদ। 44)
রম
(p. 736) rama বিণ. (সমাসের উত্তরপদে) রমনীয়, আনন্দজনক (মনোরম)। বি. 1 স্বামী, পতি; 2 কন্দর্প। [সং. √ রম্ + ণিচ্ + অ]। ̃ ক বিণ. বিলাসী। 7)
রাজাধি-রাজ
(p. 741) rājādhi-rāja বি. রাজার রাজা, সম্রাট। [সং. রাজ4 + অধিরাজ]। 32)
রফা
রেখা
(p. 748) rēkhā বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীনপ্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ̃ .ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ̃ .গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া। 21)
রিপিট
(p. 743) ripiṭa বি. ধাতুর পাত জুড়বার কাজে ব্যবহৃত পেরেকবিশেষ। [ইং. rivet]। 52)
রঞ্জা
(p. 733) rañjā ক্রি. (কাব্যে) রঞ্জিত করা। [সং. √ রঞ্জ্ + বাং. আ]। 31)
রাজ-হস্তী
(p. 741) rāja-hastī (-স্তিন্) দ্র রাজ4। 28)
রোমীয়
(p. 750) rōmīẏa বিণ. 1 রোমদেশীয়; 2 রোমের অধিবাসী। [ইং. Rome + সং. ঈয়]। 38)
রুক্ষ
রজুনি, রজনী
(p. 733) rajuni, rajanī বি. রাত্রি, নিশা ('রজনী নিদ্রাহীন': রবীন্দ্র)। [সং. √ রজ্ + অনি, বিকল্পে অনী]। ̃ .কান্ত, ̃.নাথ বি. চন্দ্র। ̃ .গন্ধা বি. অতি সুগন্ধী সাদা ফুলবিশেষ। রজনীশ বি. চন্দ্র। 23)
রম-রমা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535101
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140603
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730901
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943089
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696730
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us