Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাবড়ি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রাবড়ি এর বাংলা অর্থ হলো -

(p. 743) rābaḍ়i বি. চিনিমিশ্রিত দুধ দিয়ে চাপচাপ সরে প্রস্তুত মিষ্টান্নবিশেষ।
[হি. রাবড়ী]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রাগা-রাগি
(p. 738) rāgā-rāgi বি. 1 পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); 2 ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]। 44)
রাধেয়
(p. 742) rādhēẏa বি. অধিরথের পত্নী রাধার পালিত বলে কর্ণের নাম। [সং. রাধা + এয়]। 23)
রেশ
(p. 749) rēśa বি. 1 শব্দ বা সুর শেষ হয়ে গেলেও মনের মধ্যে যে অনুরণন হতে থাকে (সুরের রেশ); 2 আভাস (রঙের রেশ, কল্পনার রেশ); 3 বিলীয়মান অনুভূতি (আনন্দের রেশ)। [ হি. রেশা]। 22)
রাজিকা
(p. 742) rājikā বি. রাই-সরিষা। [সং. রাজি + ক + আ]। 2)
রূপক
(p. 747) rūpaka বি. 1 উপমানউপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; 2 যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; 3 নাটক; 4 (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]। 20)
রাজা2
রেবতী2
(p. 749) rēbatī2 বি. সপ্তবিংশতি নক্ষত্রের শেষ নক্ষত্র। [সং. √ রেব্ + অত + ঈ]। ̃ .রমণ বি. চন্দ্র। 15)
রতন
(p. 733) ratana বি. রত্ন -র কোমল ও কথ্য রূপ। ̃ .চুড়, ̃.চুর বি. হাতের গহনাবিশেষ। রতনে রতন চেনে অসত্ লোক আর একজন অসত্ লোককে দেখলেই চিনতে পারে এবং তার সঙ্গে সহজে মৈত্রীও হয়। 45)
রাম
(p. 743) rāma বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণগম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খনির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তবঅসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগতঅনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দুমুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দুমুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিতসুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনীকার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণশত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। 7)
রুনু-ঝুনু, রুনু-রুনু
রুধির
রোমীয়
(p. 750) rōmīẏa বিণ. 1 রোমদেশীয়; 2 রোমের অধিবাসী। [ইং. Rome + সং. ঈয়]। 38)
রাব
রচক
(p. 733) racaka বি. বিণ. 1 রচনাকারী 2 পরিকল্পক। [সং. √ রচ্ অক]। 15)
রৌশন
রাতিয়া
(p. 742) rātiẏā বি. (প্রা. কা) রাত্রি ('দিন-রাতিয়া')। 14)
রূপাভাব
(p. 748) rūpābhāba বি. রূপের অভাব, রূপহীনতা, সৌন্দর্যহীনতা। [সং. রূপ + অভাব]। 2)
রসুল
রুসুম
রটা
(p. 733) raṭā বি. ক্রি. 1 প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); 2 বলা ('রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে': রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. 1 প্রচার করা ('মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে': রবীন্দ্র); 2 (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। বিণ. উক্ত অর্থে। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577932
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185720
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785800
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027020
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901169
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620313

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us