Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লা৪ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লা৪ এর বাংলা অর্থ হলো -

(p. 757) lā4 অব্য. নঞর্থক উপসর্গবিশেষ (লাচার, লাখেরাজ = লা+ খিরাজ)।
[আ. লা]।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লেচি
(p. 763) lēci বি. লুচি পুরি প্রভৃতি বেলবার জন্য তৈরী জল দিয়ে মাখা আটা বা ময়দার ডেলা। [হি. লচ্ছী]। 19)
লাট৫
লালায়িত
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুতস্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠবয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
লহু2
(p. 757) lahu2 বিণ. (ব্রজ.) মৃদু ('লহুলহু হাস': বিদ্যা.)।[সং. লঘু]। 19)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
লম্পট
(p. 756) lampaṭa বিণ. বি. 1 কামুক; 2 লোচ্চা, চরিত্রহীন। [সং. √ রম্ + অট]। বি. ̃ তা, লাম্পট্য। 14)
লা-জবাব
লেডি
লাইট
(p. 757) lāiṭa বি. 1 বাতি; 2 বৈদ্যুতিক বাতি। [ইং. light]। ̃ .হাউস বি. সমুদ্রে নাবিকদের সাহায্যের জন্য বা পথনির্দেশের জন্য বাতিঘর। 24)
লক-গেট
(p. 753) laka-gēṭa বি. বাঁধ জলাধার ইত্যাদির কপাট, জলকপাট। [ইং. lock gate]। 9)
লক আউট
(p. 753) laka āuṭa বি. তালাবন্ধ; কারখানা ইত্যাদি বন্ধ বা বন্ধ ঘোষণা। [ইং. lockout]। 7)
লপটা
(p. 755) lapaṭā ক্রি. 1 জড়ানো; 2 জ়ড়িত হওয়া। [হি. লপটনা সং লিপ্ত]। ̃ নো ক্রি. বি. 1 জড়ানো; 2 জড়িত হওয়া। 28)
লম্ফ1, ল্যাম্প
(p. 756) lampha1, lyāmpa বি. ক্ষুদ্র বাতিবিশেষ, কেরোসিন ডিবা। [ইং. lamp]। 15)
লগা
(p. 753) lagā বি. 1 বাঁশ ইত্যাদির তৈরি লম্বা দণ্ড; 2 আঁকশি (লগা দিয়ে আম পাড়া); 3 নৌকা ঠেলার জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। [বাং. লগ ( সং. লগ) + আ]। 36)
লিপি
লেংটি
(p. 763) lēṇṭi বি. ক্ষুদ্র ল্যাঙট। [ল্যাঙট দ্র]। 2)
লুই
লেজুড়
লগ-বগ
(p. 753) laga-baga বি. দুর্বল বা ছিপছিপে ব্যক্তি কিংবা নরম লাঠির অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। লগ-বগে বিণ. লগবগ করে এমন। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595580
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813918
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061738
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908418
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852326
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713869
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634505

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us