Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লেংচা, লেংটা, লেংড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লেংচা, লেংটা, লেংড়া এর বাংলা অর্থ হলো -

(p. 760) lēñcā, lēṇṭā, lēṇḍ়ā যথাক্রমে ল্যাংচা, ল্যাংটাল্যাংড়া -র বানানভেদ।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লম্পট
(p. 756) lampaṭa বিণ. বি. 1 কামুক; 2 লোচ্চা, চরিত্রহীন। [সং. √ রম্ + অট]। বি. ̃ তা, লাম্পট্য। 14)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
লেটার
লজেঞ্চুস, লজেন্স
(p. 755) lajēñcusa, lajēnsa বি. (মুলত ছোটোদের জন্য) গুড় চিনি ইত্যাদির তৈরি চোষ্য মিঠাইবিশেষ। [ইং lozenges.]। 7)
লক্ষিত
লব
(p. 756) laba বি. 1 (গণি.) বিভাজ্য অঙ্ক, numerator; 2 অতি সূক্ষ কালাংশ; 3 অতি অল্প অংশ, লেশ; 4 বিন্দু (জললব); 5 শ্রীরামচন্দ্রের দ্বিতীয় পুত্র। [সং. √ লু + অ]। 4)
লিখিয়ে
(p. 760) likhiẏē বিণ. বি. 1 লেখে এমন; 2 লেখক, রচনাকারী; 3 লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া ইয়ে]। 41)
লক্ষণা
ল্যাত-প্যাত
লা-জবাব
লালিত্য
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুতস্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠবয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
লাখ
(p. 757) lākha বি. লক্ষ1 এর কথ্যরূপ, 1√ সংখ্যা। [] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য। [সং. লক্ষ]। লাখ কথার এক কথা বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা। ̃ .পতি বি. লক্ষাধিক টাকার মালিক। লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)। লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।
লুঙ্গি, লুঙি
লুই
লিপ্সা
লেপন, লেপনীয়
(p. 764) lēpana, lēpanīẏa দ্র লেপ2। 11)
লম্বিত
(p. 756) lambita বিণ. 1 ঝোলানো হয়েছে এমন বা ঝুলছে এমন; 2 দোলিত। [সং. √ লম্ব্ + ত]। 20)
লালসা
(p. 760) lālasā বি. লোলুপতা, লিপ্সা, লোভ। [সং. √ লস্ + যঙ্লুক্ + অ + আ]। 19)
ললাম
(p. 757) lalāma বি. 1 ভূষণ, অলংকার; 2 শ্রেষ্ঠ বস্তু; 3 তিলক। [সং. √ লল্ + আম]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535070
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140579
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730859
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943054
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883632
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838510
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696725
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603105

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us