Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লিক-লিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লিক-লিক এর বাংলা অর্থ হলো -

(p. 760) lika-lika বি. মৃদু লকলক ভাব; কৃশতার ভাব।
[ধ্বন্যা.]।
লিক-লিকে বিণ. লিকলিক করছে এমন; দীর্ঘকায় ও কৃশ (লিকলিকে গড়ন)।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লীগ-লিগ
(p. 760) līga-liga এর. বর়্জি. বানান। 61)
লক-লক
(p. 753) laka-laka বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লক-লকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)। 12)
লাছি
(p. 758) lāchi বি. সুতোর গুটি বা কাটিমে জড়ানো সুতো (এক লাছি সুতো)।[দেশি.]।
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
লেটার
ললন্তিকা
(p. 757) lalantikā বি. নাভি পর্যন্ত লম্বিত হার। [সং. ললত্ + ক + আ-ন্ আগম]। 2)
লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
লাগা-তার
লাঠি
(p. 759) lāṭhi বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়। [প্রা. লট্ঠি সং. ষষ্টি]। ̃ .খেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা। ̃ .য়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি। ̃ .য়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি। ̃ .সোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু। লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার। 18)
লাঞ্ছনা
লা৩
(p. 757) lā3 বি. (আঞ্চ. ও প্রা. কা.) নৌকা, নাও। [সং. নৌ]। 21)
লাঘব
(p. 758) lāghaba বি. 1 হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); 2 গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); 3 ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]। 14)
লেখক
(p. 763) lēkhaka বি. 1 লিপিকার, যে লেখে বা নকল করে; 2 গ্রন্হাদির রচয়িতা। [সং. √ লিখ্ + অক]। স্ত্রী. লেখিকা। 5)
লঘিমা
(p. 753) laghimā (-মন্) বি. 1 লঘুতা, চপলতা; 2 সাত্ত্বিক ভাব, যে অলৌকিক শক্তির দ্বারা দেহকে ইচ্ছামতো লঘু বা সূক্ষ্ম করা যায়। [সং. লঘু + ইমন্]। 42)
লিপ্ত
লস্যি
(p. 757) lasyi দ্র লস্সি []। 11)
লুক্কায়িত
লীঢ়
(p. 760) līḍh় বিণ. 1 লেহন করা হয়েছে এমন; 2 আস্বাদিত। [সং. √ লিহ্ + ত]। 62)
লাল1
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2596026
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2206024
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814453
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062345
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852433
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713969
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634748

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us