Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শকার-বকার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শকার-বকার এর বাংলা অর্থ হলো -

(p. 768) śakāra-bakāra বি. শ-কারাদ্যব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শানা৪
(p. 773) śānā4 ক্রি. শান দেওয়া। [সং. √ শান্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তীক্ষ্ণ করা, শান দেওয়া (ছুরি শানাচ্ছে, আক্রমণ শানানো)। বিণ. উক্ত অর্থে (শানানো ছুরি)। 61)
শাংকর
(p. 773) śāṅkara বিণ. 1 শংকরসম্বন্ধীয়; 2 শংকরাচার্যের রচিত (শাংকর ভাষ্য)। [সং. শংকর + অ]। 24)
শেওড়া, শ্যাওড়া
শোলা
(p. 786) śōlā বি. 1 জলজ উদ্ভিদবিশেষ; 2 উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]। 3)
শুঁড়ি2
শাবক, শাব
(p. 773) śābaka, śāba বি. বাচ্চা, ছানা। [√ সং. শব্ + অ, ক]। 66)
শৃগাল
শুন-শান
শাড়ি, (বর্জি.) শাড়ী
শষ্প
(p. 773) śaṣpa বি. কচি ঘাস। [সং. √ শষ্ + প]। শষ্পাবৃত বিণ. কচি ঘাসে ঢাকা। 14)
শান্তি-পুরি
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
শুণ্ঠি
(p. 781) śuṇṭhi বি. শুকনো আদা, শুঁঠ। [সং. √ শুণ্ঠ্ + ই]। 35)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্রঅপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতাঅপবিত্রতা; ভ্রমহীনতাভ্রমযুক্ততা। 37)
শূর
(p. 783) śūra বিণ. বি. বীর, শক্তিশালী, শৌর্যশালী। [সং. √ শূর্ + অ]। স্ত্রী. শূরা। ̃ সেন বি. মথুরা ও তার সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম। 21)
শিখ
(p. 776) śikha বি. গুরু নানক-প্রবর্তিত ধর্ম অবলম্বনকারী জাতি বা সম্প্রদায়বিশেষ। [গুরু. শিখ সং. শিষ্য]। 57)
শিকা, (কথ্য) শিকে
(p. 776) śikā, (kathya) śikē বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)। 50)
শৃঙ্গার
শাখা
(p. 773) śākhā বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। ̃ চ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। ̃ ধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। ̃ নদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। ̃ প্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। ̃ মৃগ বি. বাঁদর। ̃ স্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। বিণ. ডালবিশিষ্ট। 41)
শিরো-ভূষণ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us