Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শল্যক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শল্যক এর বাংলা অর্থ হলো -

(p. 773) śalyaka বি. গণ্ডার।
[সং. শল্য + অ + ক]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুক1
শোষ
(p. 786) śōṣa বি. 1 শুষ্কতা, নীরসতা; 2 ক্ষয়রোগ; 3 (বাং.) নালি-ঘা, sinus. [সং. √ শুষ্ + অ]। ̃ কাগজ বি. যেকাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper. 4)
শ্যামা1
(p. 786) śyāmā1 বি. ক্ষুদ্র বন্য ধানবিশেষ। [সং. শ্যামক]। 45)
শুলানো
(p. 783) śulānō ক্রি. বি. 1 বেদনা করা; 2 কটকট করা; 3 সুড়সুড় করা, চুলকানো। [সং. শূল + বাং. আনো]। শুলানি বি. বেদনা; কটকটানি। 8)
শিং
শাঁই1
(p. 773) śām̐i1 বি. শমিবৃক্ষ। [ সং. শমি]। 25)
শ্যামক, শ্যামাক
(p. 786) śyāmaka, śyāmāka বি. ধানবিশেষ। [সং. শ্যাম + ক, শ্যামা + ক]। 43)
শৌভিক
(p. 786) śaubhika বি. জাদুকর, ঐন্দ্রজালিক। [সং. শোভা + ইক]। 19)
শরীর
শোনা, শোনানো
(p. 784) śōnā, śōnānō দ্র শুনা। 53)
শব
(p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 42)
শিলী-ভূত
(p. 779) śilī-bhūta বিণ. শিলায় বা প্রস্তরে পরিণত হয়েছে এমন, প্রস্তরীভূত। [সং. শিলা + ঈ + √ ভূ + ত]। 28)
শ2, শো
(p. 768) śa2, śō বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)। 3)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শূল
(p. 783) śūla বি. 1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো); 2 ত্রিশূল (শূলপাণি); 3 শলাকা, সিক; 4 পেটের ব্যথাবিশেষ; 5 বেদনা (দন্তশূল)। [সং. √ শূল্ + অ]। ̃ ঘ্ন বিণ. শূলবেদনানাশক। ̃ পক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন। ̃ পাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব। শূলাগ্র বি. শূলের ডগা। শূলিনী বি. দুর্গা। শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা। শূল্য বিণ. শূলপক্ব। শূল্য-মাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব। 24)
শৈলেন্দ্র, শৈলেয়, শৈলেশ
(p. 784) śailēndra, śailēẏa, śailēśa দ্র শৈল। 38)
শিহরন, (বর্জি.) শিহরণ
(p. 779) śiharana, (barji.) śiharaṇa বি. 1 রোমাঞ্চ; 2 কম্পন ('দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন': জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]। 49)
শতাব্দ, (অসং.) শতাব্দী
(p. 769) śatābda, (asa.) ṃśatābdī বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]। 26)
শ্রোতা
(p. 789) śrōtā (-তৃ) বিণ. বি. শ্রবণকারী। [সং. √ শ্রু + তৃ]। শ্রোতৃ-বর্গ, শ্রোতৃ-মণ্ডল, শ্রোতৃ-মণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience. 11)
শ্বসন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140394
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730627
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942820
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us