Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শশ্বত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শশ্বত্ এর বাংলা অর্থ হলো -

(p. 773) śaśbat ক্রি-বিণ. অব্য. (বর্ত. বাং. অপ্র.) 1 সর্বদা; 2 বারংবার।
[সং. শশ + বত্]।
বিণ. শাশ্বত।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শৃঙ্খল
(p. 783) śṛṅkhala বি. 1 শিকল, নিগড় (শৃঙ্খলবদ্ধ হস্ত); 2 বন্ধন। [সং. শৃঙ্গ + √ স্খল্ + অ]। 27)
শৌহর
(p. 786) śauhara বি. (বিরল) স্বামী, পতি। [ফা. শৌহর]। 24)
শাঁ
(p. 773) śā অব্য. বি. দ্রুত বেগসূচক (শাঁ করে উড়ে গেল)। [ধ্বন্যা.]। 23)
শেয়াকুল
শৈলী
(p. 784) śailī বি. রীতি, প্রণালী, style (রচনাশৈলী)। [সং. শীল + অ + ঈ]। 37)
শ্রবণ
(p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ̃পথ বি. কান। ̃বিবর বি. কানের ছিদ্র। ̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ̃মধুর বিণ. শ্রুতিমধুর। ̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)। 54)
শেফালি, শেফালিকা, শেফালী
(p. 784) śēphāli, śēphālikā, śēphālī বি. লাল বোঁটাযুক্ত ছোটো সুগন্ধি সাদা ফুলবিশেষ বা তার গাছ, শিউলি ('ওগো শেফালিবনের মনের কামনা': রবীন্দ্র)। [সং. শেফ + অলি, ক + আ, ঈ]। 18)
শরাসন
(p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 15)
শিং
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
শঙ্কনীয়
(p. 769) śaṅkanīẏa বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]। 3)
শ্ববৃত্তি
শোচন, শোচনা
(p. 784) śōcana, śōcanā বি. শোক করা, বিলাপ, অনুতাপ (তু. অনুশোচনা)। [সং. √ শুচ্ + অন, + আ]। শোচনীয়, শোচ্য বিণ. দুঃখজনক, শোকের যোগ্য বা বিষয়ীভূত। 44)
শামা1
(p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2। 75)
শিঙ্গার
শ্যাম্পু
(p. 786) śyāmpu বি. চুল পরিষ্কার করার তরলীকৃতসুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]। 47)
শকাব্দ, শকারি
(p. 768) śakābda, śakāri দ্র শক। 11)
শলা2
(p. 772) śalā2 বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]। 28)
শ্বশুর্য
(p. 786) śbaśurya বি. শ্বশুরের পুত্র, শ্যালক। [সং. শ্বশুর + য]। 30)
শুঁকা, শোঁকা
(p. 781) śun̐kā, śōn̐kā ক্রি. ঘ্রাণ নেওয়া, গন্ধ নেওয়া (গন্ধ শুঁকছে)। বি. উক্ত অর্থে। [সং. √ শিঙঘ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ঘ্রাণ বা গন্ধ নেওয়ানো। বিণ. উক্ত অর্থে। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071498
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767820
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365240
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720714
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697503
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594257
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544358
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542106

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন