Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শহর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শহর এর বাংলা অর্থ হলো -

(p. 773) śahara বি. বহু পাকা বা়ড়ি ও পাকা রাস্তাসমন্বিত এবং অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু দোকানসমন্বিত লোকালয়, নগর।
[ফা. শহ্র্]।
তলি বি. শহরের উপকণ্ঠ বা পার্শ্ববর্তী স্হান।
স্হ বিণ. শহরের (শহরস্হ গৃহাদি)।
শহ্বরে বিণ. 1 শহরসুলভ; 2 শহরবাসী, শহরে বাস করে এমন (শহুরে মানুষ); 3 শহরে উত্পন্ন।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুষা, শোষা
(p. 783) śuṣā, śōṣā ক্রি. বি. 1 রস টেনে নিয়ে শুকনো করা (শুষে নেওয়া, জল শোষে); 2 শুষ্ক হওয়া (ভিজে কাপড় হাওয়ায় শুষবে)। বিণ. উক্ত অর্থে। [শোষণ দ্র]। ̃ নো ক্রি. বি. (তরল পদার্থ) টেনে নেওয়ানো বা টেনে শুষ্ক করানো। বিণ. উক্ত অর্থে। 13)
শঙ্কু
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
শৃঙ্গাটক, শৃঙ্গাটিকা
(p. 784) śṛṅgāṭaka, śṛṅgāṭikā বি. 1 শিঙাড়া; 2 পানিফল। [সং. শৃঙ্গ + √ অট্ + অ + ক, আ]। 4)
শপ্ত
(p. 769) śapta বিণ. শাপগ্রস্ত, অভিশপ্ত। [সং. √ শপ্ + ত]। 38)
শুষির
শোহিনি
শাকটিক
(p. 773) śākaṭika বিণ. শকটসম্বন্ধীয়, শাকট। [সং. শকট + ইক]। 35)
শ্যাম্পু
(p. 786) śyāmpu বি. চুল পরিষ্কার করার তরলীকৃতসুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]। 47)
শিরো-নাম, (অসং.) শিরো-নাম
শান্তি
(p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা। 63)
শুধা2, সুধা
(p. 781) śudhā2, sudhā ক্রি. জিজ্ঞাসা করা ('শুধাইলা তারে')। হি. √ সুধা]। ̃ নো ক্রি. বি. জিজ্ঞাসা করা (এ প্রশ্ন আমাকে শুধিয়ো না)। 40)
শাকুন
শৈবলিনী
(p. 784) śaibalinī বি. (স্ত্রী.) নদী। [সং. শেবল + অ + ইন্ + ঈ]। 34)
শ্রম
(p. 786) śrama বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিককর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ̃কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ̃জল, ̃বারি বি. ঘাম। ̃জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ̃দপ্তর, ̃দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ̃ বণ্টন, ̃ বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour, ̃ বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ̃ লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ̃ শীল বিণ. পরিশ্রমী। ̃ সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়। 56)
শিমূল
(p. 776) śimūla বি. একরকম তুলোর গাছ বা তার ফুল, শাল্মলী। [সং. শিম্বলী]। 83)
শিল2
শুষ্ক
(p. 783) śuṣka বিণ. 1 শুকনো (শুষ্ক কাষ্ঠ); 2 নীরস, আকর্ষণহীন (শুষ্ক তর্ক, শুষ্ক বক্তৃতা); 3 রোগাদির জন্য মলিন বা বিরস (শুষ্ক মুখ); 4 পিপাসায় রুদ্ধ (শুষ্ক কণ্ঠ); 5 কর্কশ (শুষ্ক স্বর)। [সং. √ শুষ্ + ক]। বি. ̃ তা। 15)
শাবল
শেকড়, শেকল
(p. 784) śēkaḍ়, śēkala যথাক্রমে শিকড় ও শিকল -এর কথ্য রূপ। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629459
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243086
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860199
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129833
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922752
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860381
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724064
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661302

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us