Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শৈল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শৈল এর বাংলা অর্থ হলো -

(p. 784) śaila বি. পর্বত।
বিণ. 1 শিলাসম্বন্ধীয়; 2 শিলাজাত; 3 পর্বতসম্বন্ধীয়।
[সং. শিলা + অ]।
জ বিণ. পর্বতজাত, পর্বতীয়।
জা বিণ. (স্ত্রী.) পর্বতে জাতা।
বি. পার্বতী, উমা, গৌরী।
জা-পতি
বি. শিব।
জায়া
বি. হিমালয়-পত্নী মেনকা।
ময় বিণ. পর্বতময়।
রাজ, শৈলেন্দ্র, শৈলেশ বি. হিমালয়।
সুতা
বি. (স্ত্রী.) পার্বতী, উমা, গৌরী।
শৈলেয় বিণ. পর্বতজাত, পার্বত্য।
বি. 1 সিংহ; 2 ভ্রমর; 3 শিলাজতু; 4 সৈন্ধব-লবণ, rock-salt. শৈলেয়ী বি. দুর্গা, পার্বতী।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শরা-কত
শক্কর
(p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]। 17)
শিশ-মহল
(p. 779) śiśa-mahala বি. কাচনির্মিত বাড়ি। [ফা. শীশমহল]। 32)
শর্ত
শাজাদা, শাজাদি
শেওলা, শেয়ালা
(p. 784) śēōlā, śēẏālā বি. 1 শৈবাল, moss; 2 পানা, জলজ তৃণবিশেষ। [সং. শৈবাল]। 9)
শাখা
(p. 773) śākhā বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। ̃ চ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। ̃ ধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। ̃ নদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। ̃ প্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। ̃ মৃগ বি. বাঁদর। ̃ স্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। বিণ. ডালবিশিষ্ট। 41)
শেরপা
শাস্তি
(p. 776) śāsti বি. সাজা, দণ্ড, নিগ্রহ। [সং. √ শাস্ + তি]। ̃ বিধান বি. শাস্তি দেওয়া। 33)
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
শামুক
(p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন। 80)
শীঘ্র
(p. 779) śīghra ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]। বি. ̃ তা। ̃ তা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। 52)
শয়ান, শয়িত
(p. 769) śaẏāna, śaẏita বিণ. 1 শুয়ে আছে এমন ('দুয়ারের কাছে কে ওই শয়ান': রবীন্দ্র); 2 নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
শমন
শুলফা, (কথ্য) শুলফো
(p. 783) śulaphā, (kathya) śulaphō বি. মৌরিজাতীয় সুগন্ধি শাক বা তার বীজ। [সং. শতপুষ্পা-তু. হি. সৌঁফ্]। 7)
শিম্পাঞ্জি
(p. 776) śimpāñji বি. গরিলার চেয়ে ছোটো কালো লোমশ আফ্রিকার বানরবিশেষ। [ইং. chimpanzee]। 84)
শকুল
(p. 768) śakula বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]। 16)
শূন
(p. 783) śūna বিণ. (ব্রজ.) শূন্য, খালি ('শূন হৃদয়ক')। [সং. শূন্য]। 19)
শীত
(p. 779) śīta বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ̃ কাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ̃ কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ̃ তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ̃ তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ̃ প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)। ̃ বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ - শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। 53)
শিথিল
(p. 776) śithila বিণ. 1 শ্লথ, লোল (শিথিল চর্ম); 2 আলুলায়িত (শিথিল কবরী); 3 বিস্রস্ত, আলুথালু, এলোমেলো ('শিথিল বেশবাস'); 4 আলগা, ঢিলা, প্রায় বিচ্যুত (বিশ্বাস শিথিল হওয়া, ভক্তি শিথিল হওয়া); 5 অবসন্ন, ক্লান্ত (শিথিলদেহ); 6 মন্হর, অলস (শিথিল গতি)। [সং. √ শ্লথ্ + ইল অথবা √ শ্রথ্ + ইর, র = ল]। বি. ̃ তা। 75)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534739
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140259
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730415
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942596
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us