(p. 784) śōdha বি. 1 (ঋণাদি) পরিশোধ, প্রত্যর্পণ (ধার শোধ করা); 2 প্রতিশোধ, প্রতিহিংসা গ্রহণ (এর শোধ নেবই, শোধ তুলতে হবে); 3 শোধন, শুদ্ধি। [সং. √ শুধ্ + অ]। শোধ করা, শোধ দেওয়া ক্রি. বি. পরিশোধ হওয়া। জন্মের শোধ ক্রি-বিণ. জন্মের মতো, শেষবার বা শেষবারের মতো (জন্মের শোধ খেয়ে নাও)। ̃ বোধ বি হিংসা ও প্রতিহিংসা বা হারজিত সমান-সমান হওয়া, মিটমাট। শোধা ক্রি. শোধ করা ('শুধেছি কঠিন ঋণ': রবীন্দ্র)। 49)