Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সকৌতুক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সকৌতুক এর বাংলা অর্থ হলো -

(p. 796) sakautuka বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ।
[সং. সহ + কৌতুক]।
সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
68)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সুঁদি
(p. 834) sun̐di বি. শালুক ফুল, কুমুদ। [সং. সৌগন্ধিক]। 41)
সহিস
সফেদা
(p. 806) saphēdā বি. 1 চালের গুঁড়ো; 2 সীসা থেকে প্রস্তুত সাদা রং বিশেষ; 3 গোলাকার রসালোমিষ্টি ফলবিশেষ। [উ.]। 44)
স্ট্রিট
সর
(p. 817) sara বি. দুধ দই প্রভৃতির উপরে যে ঘন ও নরম আস্তরণ পড়ে। [সং. √ সৃ + অ]। ̃ পুরিয়া বি. ভাজা সরের মধ্যে পুর দেওয়া মিষ্টান্নবিশেষ। ̃ ভাজা বি. ঘিয়ে ভাজা সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। 7)
স্তোভ
(p. 846) stōbha বি. 1 স্তম্ভন; 2 বাধা দেওয়া; 3 নিরর্থক শব্দ; 4 মিথ্যা আশ্বাস বা প্রবোধ। [সং. √ স্তুভ্ + অ]। 94)
সবরি, সবরি-কলা
(p. 808) sabari, sabari-kalā বি. মর্তমান কলা। [দেশি]। 7)
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতিচালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
সচেষ্ট
(p. 796) sacēṣṭa বিণ. 1 চেষ্টাযুক্ত, চেষ্টা করছে এমন, তত্পর; 2 উদ্যোগী (আত্মরক্ষায় সচেষ্ট)। [সং. সহ + চেষ্টা]। বি. ̃ তা। 105)
সাপুড়া
(p. 827) sāpuḍ়ā বি. (প্রা. কা.) কৌটো। [সং. সম্পুট]। 19)
সমানু-পাত
(p. 808) samānu-pāta বি. 1 সদৃশ সম্বন্ধ; 2 (গণি.) আনুপাতিক সমতা, এক বস্তুর হ্রাস-বৃদ্ধির তুল্য অপরের হ্রাসবৃদ্ধি, proportion. [সং. সম্ + অনুপাত]। 96)
স্বায়ম্ভুব
সলজ্জ
সংসর্প, সংসর্পণ
সড়-সড়
(p. 801) saḍ়-saḍ় বি. সাপ এবং অন্য সরীসৃপের দ্রুত গমনসূচক শব্দ (সড়সড় করে কী-একটা যেন চলে গেল, সড়সড় শব্দ হচ্ছে)। [ধ্বন্যা.]। 16)
সাথ
(p. 823) sātha বি. (আঞ্চ.) সঙ্গ (সাথে সাথে থেকো, সাথের লোক)। অব্য. (আঞ্চ.) (অনু.) সহিত, সঙ্গে (তার সাথে যাব)। [সং. সার্ধম্]। সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]। সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া ও]। সাথে অব্য. (অনু.) (গ্রা. আঞ্চ. বা কাব্যে) সঙ্গে, সহিত ('থেকো মোর সাথে')। 64)
সব
(p. 806) saba বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ̃ কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ̃ চিন বিণ. সবাইকে চেনে এমন। ̃ জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ̃ টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ̃ রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ̃ সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।
সম্বল
(p. 815) sambala বি. 1 পাথেয়; 2 পুঁজি; 3 সংস্হান; 4 অবলম্বন (বাড়িটাই আমার শেষ সম্বল)। [সং. √ সম্ব্ (=গতি) + অল]। ̃ হীন বিণ. নিঃস্ব। স্ত্রী. ̃ হীনা। 28)
স্বজাতি
সামান্য
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070920
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767588
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364982
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720636
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697369
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594178
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544020
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542035

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন