Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সঞ্জীবন2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সঞ্জীবন2 এর বাংলা অর্থ হলো -

(p. 801) sañjībana2 বি. জীবনসঞ্চার, জীবন্ত করা (পল্লিসঞ্জীবন)।
বিণ. জীবনদায়ী, প্রাণসঞ্চারক।
[সং. সম্ + √ জীব্ + ণিচ্ + অন]।
সঞ্জীবনী বিণ. (স্ত্রী.) প্রাণসঞ্চারকারিণী, জীবনদায়িনী।
বি. জীবনদায়ী ওষুধবিশেষ (মৃতসঞ্জীবনী)।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সংবর্ধন
(p. 792) sambardhana বি. 1 সম্যক বৃদ্ধি; 2 সসম্মান অভ্যর্থনা; 3 সম্মান প্রদর্শন। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন]। সংবর্ধক বিণ. বি. সংবর্ধনকারী। সংবর্ধিত বিণ. সংবর্ধনা করা হয়েছে এমন। 69)
সিন্ধি
সংযোগ
(p. 795) saṃyōga বি. 1 মিলন; 2 সংলগ্নতা; 3 মিশ্রণ; 4 সম্পর্ক, যোগাযোগ। [সং. সম্ + যোগ]। সংযোগী (-গিন্) বিণ. সংযোগবিশিষ্ট। 21)
সরাই
(p. 818) sarāi বি. পান্হশালা, চটি [ফা.]। ̃ খানা বি. সরাই, পান্হশালা। 5)
সাঁপি
(p. 823) sām̐pi বি. হাড়িকাঠের উপরকার গোলাকার কাঠ। [ সং. সর্প]। 10)
স্তোক2
সত্কর্ম
(p. 801) satkarma দ্র সত্1। 21)
সংখ্যক
(p. 792) saṅkhyaka বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে সংখ্যা শব্দের রূপ (বহুসংখ্যক)। [সং. সম্ + √ খ্যা + অ + ক]। 36)
সায়ক
(p. 828) sāẏaka বি. 1 বাণ; 2 খড়্গ। [সং. √ সো + অক]। 55)
সুখ
(p. 838) sukha বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)। বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)। [সং. √ সুখ্ + অ]। ̃ কর, ̃ জনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন। ̃ দ বিণ. সুখদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ রবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য। ̃ লেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ। ̃ শয়ন, ̃ শয্যা বি. আরামদায়ক বিছানা। ̃ সংবাদ বি. আনন্দের খবর, সুখবর। ̃ সূর্য বি. সুখরবি -র অনুরূপ। ̃ স্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়। ̃ স্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি। ̃ স্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন। সুখানু-ভব, সুখানু-ভূতি বি. সুখবোধ। সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা। সুখাবহ বিণ. সুখদায়ক। সুখাশা বি. সুখলাভের আশা। সুখাসন বি. আরামপ্রদ আসন। সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট। স্ত্রী. সুখাসীনা। সুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা। সুখোদক বি. উষ্ণ জল। 5)
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
সংস্হান
সম্বুদ্ধ
সংবাহন, সংবাহ
(p. 792) sambāhana, sambāha বি. 1 ভার বহন; 2 অঙ্গমর্দন, mas sage (অঙ্গসংবাহন)। [সং. সম্ + √ বহ্ + ণিচ্ + অন, অ]। সংবাহক বিণ. বি. 1 ভার বহনকারী; 2 অঙ্গ মর্দনকারী। বিণ. বি. (স্ত্রী.) সংবাহিকা (রক্তসংবাহিকা নাড়ি)। সংবাহিত বিণ. 1 সম্যক বহন করা হয়েছে এমন; 2 মর্দিত। 76)
সদসত্
(p. 803) sadasat বিণ. 1 সত্ ও অসত্; 2 ভালো ও মন্দ; 3 ন্যায়অন্যায়; 4 প্রত্যক্ষঅপ্রত্যক্ষ; 5 অস্তিত্ববিশিষ্টঅস্তিত্বহীন। [সং. সত্1 + অসত্]। 13)
সম্মূঢ়
(p. 816) sammūḍh় বিণ. 1 নির্বোধ, অজ্ঞান; 2 অতিশয় মোহযুক্ত। [সং. সম্ + মূঢ়]। 23)
সঙঘটন, সঙঘট্ট, সঙঘর্ষ, সঙঘাত, সঙঘারাম, সঙঘৃষ্ট
সম্ভূত
(p. 816) sambhūta বিণ. উত্পন্ন, জাত। [সং. সম্ + √ ভূ + ত]। স্ত্রী. সম্ভূতা। বি. সম্ভূতি। 11)
সরা2
(p. 818) sarā2 ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 4)
সাব-মেরিন
(p. 828) sāba-mērina বি. (প্রধানত যুদ্ধে ব্যবহৃত) জলের তলা দিয়ে যেতে সমর্থ জাহাজ, ড়ুবোজাহাজ। [ইং. submarine]। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614715
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227923
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839831
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098891
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us