Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সন্নি-পাত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সন্নি-পাত এর বাংলা অর্থ হলো -

(p. 806) sanni-pāta বি. 1 একত্র মিলন; 2 সমষ্টি; 3 সম্পূর্ণ পতন বা বিনাশ; 4 (আয়ু.) বাত পিত্ত কফের ত্রিবিধ দোষযুক্ত বিকার (তু. সান্নিপাতিক)।
[সং. সম্ + নিপাত]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সংবহন
(p. 792) sambahana বি. (বিজ্ঞা.) এক স্হান থেকে প্রবাহিত হয়ে পুনরায় সেই স্হানে আগমন, সঞ্চলন (রক্ত সংবহন), circulation (বি.প.)। [সং. সম্ + √ বহ্ + অন]। 72)
সর্জন
(p. 818) sarjana বি. 1 সৃষ্টি; 2 বিসর্জন, ত্যাগ। [সং. √ সৃজ্ + অন]। 24)
স্হাপত্য
স্বখাত
(p. 849) sbakhāta বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। ̃ সলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।
স্বপ্ন, (প্রধানত কাব্যে এবং ব্যক্তিনামে) স্বপন
(p. 852) sbapna, (pradhānata kābyē ēba mbyaktināmē) sbapana বি. 1 ঘুমের মধ্যে প্রত্যক্ষবত্ অনুভূত বিষয়; 2 কোনো বিষয়ের প্রত্যক্ষবত্ অনুভব; 3 (আল.) কল্পনা (সুখস্বপ্ন); 4 নিদ্রা (শয়নে-স্বপনে)। [সং. √ স্বপ্ + ন]। স্বপ্নেও না ভাবা (আল.) কোনো প্রকারে আশা না করা। ̃ ঘোর বি. নিদ্রাভঙ্গের পরেও স্বপ্নের যে আবেশে মন আচ্ছন্ন থাকে। ̃ চারিতা বি. নিদ্রিতাবস্হায় বিচরণ, somnambulism. (বি. প.)। ̃ জড়িমা বি. স্বপ্নঘোরজনিত জড়তা; স্বপ্নের ঘোর। ̃ জাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা। ̃ দোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন। ̃ বত্ বিণ. স্বপ্নের মতো অলীক অথচ সুন্দর। ̃ বৃত্তান্ত বি. স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। ̃ ময় বিণ. স্বপ্নবত্; স্বপ্নে সৃষ্ট বা জাত; কাল্পনিক। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক, ̃ রাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা। স্বপ্নাদিষ্ট বিণ. স্বপ্নাদেশ-প্রাপ্ত। স্বপ্নাদেশ বি. স্বপ্নে প্রাপ্ত দৈবাদেশ। স্বপ্নাবিষ্ট বিণ. স্বপ্নের ঘোরে আচ্ছন্ন। স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন। স্বপ্নিল বিণ. স্বপ্নের মতো; স্বপ্নময়। স্বপ্নোত্থিত বিণ. স্বপ্নময় নিদ্রা থেকে জাগরিত।
স্রস্ত
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদহিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
সংহতি
(p. 796) saṃhati বি. 1 মিলন বা সম্যক মিলন, ঐক্য, নিবিড় সংযোগ, একত্রীভবন (ভারতের সংহতি, জাতীয় সংহতি); 2 সমন্বয়; 3 জমাট বা ঘনীভূত হওয়া; 4 সংঘ; 5 সমূহ, সমষ্টি। [সং. সম্ + √ হন্ + তি]। 42)
সর-হদ্দ, সর-হর্দ
(p. 818) sara-hadda, sara-harda বি. চতুঃসীমা, চৌহদ্দি। [আ. সর্হদ]। 3)
স্রক
(p. 855) sraka (স্রজ্) বি. মালা, হার। [সং. √ সৃজ্ + ক্বিপ্]। 42)
সতীশ
(p. 801) satīśa দ্র সতী। 36)
সমীক্ষক
(p. 808) samīkṣaka বিণ. বি. সম্যক বিচারকারী বা পর্যালোচনাকারী; পরীক্ষক। [সং. সম্ + √ ঈক্ষ্ + অক]। 131)
সংকট
(p. 792) saṅkaṭa বি. 1 কঠিন বিপদ বা সমস্যা (বিষম সংকটে পড়েছে); 2 অতি সংকীর্ণ পথ (গিরিসংকট)। বিণ. 1 বিপজ্জনক (সংকটাবস্হা); 2 সংকীর্ণ; 3 অভেদ্য; 4 নিবিড়। [সং. সম্ + √ কট্ + অ]। ̃ মোচন বি. বিপদ থেকে উদ্ধার। সংকটাপন্ন বিণ. বিপদগ্রস্ত। 15)
সাম্য
সাদি2, সাদী
(p. 823) sādi2, sādī (-দিন্) বি. 1 আরোহী; 2 অশ্বারোহী; 3 গজারোহী; 4 রথারোহী; 5 সারথি। [সং. √ সদ্ + ই, ইন্]। 67)
সামর্থ্য
সহাধ্যায়ী
(p. 820) sahādhyāẏī (-য়িন্) বি. যে একসঙ্গে পড়ে, সহপাঠী। [সং. সহ + অধি + √ ই + ইন্]। বি. (স্ত্রী.) সহাধ্যায়িনী। 47)
সমুচিত
সিংহাব-লোকন-ন্যায়
সন্দিহান
(p. 805) sandihāna বিণ. সন্দেহ করছে এমন, সন্দেহযুক্ত (সন্দিহান হওয়া)। [সং. সম্ + √ দিহ্ + আন]। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070294
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767405
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720512
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697273
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594080
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543789
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541980

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন