Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সবাক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সবাক এর বাংলা অর্থ হলো -

(p. 808) sabāka বিণ. কথা বলে এমন (সবাক পুতুল, সবাক সিনেমা)।
[সং. সহ + বাক্]।
সবাক-চিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতাঅভিনেত্রীদের কথা শোনা যায়. talkie. 13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সঞে
(p. 796) sañē অব্য. অনু. (প্রা. কা.) 1 সঙ্গে, সহিত; 2 থেকে, হতে ('ঘর সঞে বাহির হোয়': বিদ্যা.)। [মৈ. তু. সনে, সঙ্গে]। 125)
সঞ্জনন, সঞ্জননা
(p. 796) sañjanana, sañjananā বি. সৃষ্টি; উত্পাদন। [সং. সম্ + √ জন্ + ণিচ্ + অন]। সঞ্জননী বিণ. (ভাষা.) উত্পাদন করে এমন, generative. 133)
সজ্জিত
(p. 796) sajjita বিণ. 1 সাজপোশাক পরেছে বা পরে কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন; 2 সাজানো হয়েছে এমন (সজ্জিত শকট)। [সং. সজ্জা + ইত]। স্ত্রী. সজ্জিতা। 123)
স্যন্দ
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দুমুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞউদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সংবর্ধনা
(p. 792) sambardhanā বি. 1 সম্যক বৃদ্ধি; 2 অভ্যর্থনা বা সম্মান প্রদর্শন (বিদায়সংবর্ধনা)। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন + আ]। 70)
সদর্থক
(p. 803) sadarthaka বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সত্1 + অর্থ + ক]। তু. নঞর্থক। 10)
সাগর
(p. 823) sāgara বি. 1 সমুদ্র; 2 (আল.) সাগরের সঙ্গে তুলনীয় বিরাট আধার ('মেঘদূতকাব্য রসের সাগর': ব. চ.) [সং. সগর + অ]। ̃ গামী বিণ. সমুদ্রে যায় বা চলে এমন। ̃ সংগম বি. সমুদ্র ও নদীর মিলনস্হান। 22)
সামগ্র্য
(p. 828) sāmagrya বি. সমগ্রতা, সাকল্য; পূর্ণতা। [সং. সমগ্র + য]। 27)
সদ্ভাব
সায়র
সংবীক্ষণ
(p. 795) sambīkṣaṇa বি. সম্যক দর্শন, বিশেষভাবে দেখা পর্যবেক্ষণ। [সং. সম্ + বি + √ ঈক্ষ্ + অন]। 7)
সবুজ
সমতীত
(p. 808) samatīta বিণ. সম্পূর্ণ অতীত, বিগত। [সং. সম্ + অতীত]। 49)
স্হাল
সৌচি, সৌচিক
(p. 846) sauci, saucika বি. সূচিজীবী, দরজি। [সং. সূচী + ই, ইক]। 19)
সাবন
সম্পূর্ণ
সম্বোধি
(p. 816) sambōdhi বি. 1 সম্যক বোধ বা পূর্ণ জ্ঞান; 2 সম্যক চেতনা। [সং. সম্ + √ বুধ্ + ই]। 5)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719459
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us