Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাবো-তাজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সাবো-তাজ এর বাংলা অর্থ হলো -

(p. 828) sābō-tāja বি. অন্তর্ঘাতমূলক কাজ; ষ়ড়যন্ত্র।
[ইং. ফ. sabotage]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সিদ্ধেশ্বরী
(p. 834) siddhēśbarī বি. দেবীবিশেষ। [সং. সিদ্ধা + ঈশ্বরী]। 2)
সায়ং-কাল
সানু-রাগ
(p. 823) sānu-rāga বিণ. অনুরাগপূর্ণ। [সং. সহ + অনুরাগ]। 96)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সস্তা
(p. 820) sastā বিণ. কম দামি; সুলভ। বি. কম দাম (সস্তায় পাওয়া, সস্তার বাজার)। [ফা. সস্ত্]। সস্তার তিন অবস্হা সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না। 28)
সহাস্য
স্হাপক
(p. 849) shāpaka দ্র স্হাপন। 9)
সাংস্কৃতিক
স্বায়ম্ভুব
সংন্যস্ত
সমা-কর্ষণ
সমা-সঙ্গ
(p. 808) samā-saṅga বি. 1 অতিশয় আসঙ্গ বা আসক্তি; 2 সংযোগ। [সং. সম্ + আসঙ্গ]। 119)
সিন্ধু
সপরি-বার
সবাকার
(p. 808) sabākāra দ্র সব। 14)
সুঁদি
(p. 834) sun̐di বি. শালুক ফুল, কুমুদ। [সং. সৌগন্ধিক]। 41)
সদা
(p. 803) sadā ক্রি-বিণ. অব্য. 1 সর্বদা, সতত, সব সময়; 2 চিরকাল। [সং. সর্ব + দা (নি.)]। ̃ নন্দ বিণ. চির আনন্দময়। বি. শিব। ̃ নন্দ-ময় বিণ. সর্বদা আনন্দপূর্ণ। স্ত্রী. ̃ নন্দ-ময়ী (সদানন্দময়ী কালী)। ̃ ব্রত বি. অন্নসত্র। ̃ শিব বি. সতত মঙ্গলময় মহাদেব। বিণ. (বাং.) অতি উদার; সর্বদাই এবং অল্পেই সন্তুষ্ট (সদাশিব ব্যক্তি)। ̃ শ্রুত বিণ. সর্বদা বা প্রায়ই শোনা যায় বা শোনা হয় এমন। ̃ সর্বদা অব্য. ক্রি-বিণ. সারাক্ষণ। 15)
সয়া
(p. 817) saẏā বি. সখীর স্বামী। [বাং. সখা]। 6)
সওয়ার
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070844
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767563
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364860
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720617
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543978
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন