Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বপ্রকাশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্বপ্রকাশ এর বাংলা অর্থ হলো -

(p. 853) sbaprakāśa বিণ. আপনা থেকে ব্যক্ত বা প্রকটিত (ঈশ্বরের স্বপ্রকাশ প্রেমকরুণা)।
[সং. স্ব + প্রকাশ]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সংনমন
(p. 792) sannamana বি. (বিজ্ঞা.) চাপ-প্রয়োগে সংকোচন, com pression (বি.প.)। [সং. সম্ + নমন]। 61)
সমুদ্র
(p. 814) samudra বি. পৃথিবীর অধিকাংশ স্হান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর। [সং. সম্ + √ উন্দ্ + র]। ̃ গর্ভ বি. সমুদ্রের তলদেশ। ̃ তট, ̃ তীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ। ̃ পথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র। ̃ মন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন। ̃ মেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। বি. পৃথিবী। ̃ যাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া। ̃ যান বি. অর্ণবপোত, জাহাজ। ̃ হৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট। সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া। 26)
সনে
(p. 803) sanē ক্রি-বিণ. (কাব্যে) সঙ্গে, সহিত ('হৃদয় দিব তারি সনে': রবীন্দ্র)। [সঙ্গে দ্র]। 45)
সাদর
(p. 823) sādara বিণ. আদরযুক্ত বা যত্নযুক্ত (সাদর অভ্যর্থনা)। [সং. সহ + আদর]। সাদরে ক্রি-বিণ. আদরের সঙ্গে (সাদরে বরণ করা)। 65)
স্বখাত
(p. 849) sbakhāta বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। ̃ সলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।
সমঞ্জস
(p. 808) samañjasa বিণ. 1 সম্পূর্ণ উচিত বা উপযুক্ত, সমীচীন, ঠিক; 2 সদৃশ (সুসমঞ্জস বিধান)। [সং. সম্ + অঞ্জস্ + অ]। 48)
স্বর্গ
(p. 853) sbarga বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ̃ গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। ̃ গত বিণ. স্বর্গে গত, মৃত। ̃ দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ̃ প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ̃ লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ̃ সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিলঅতুলন সুখ (ইং. heavenly bliss - এর অনবাদ)। ̃ স্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা। 20)
স্লো
(p. 857) slō বিণ. 1 উচিত বেগ অপেক্ষা কম বেগবিশিষ্ট (ঘড়িটা স্লো যাচ্ছে); 2 দীর্ঘসূত্র, চটপটে নয় এমন (কাজে ভারী স্লো)। [ইং. slow]। 12)
সিক্ত
(p. 833) sikta বিণ. জলে ভেজা, ভেজা (সিক্ত বসন, সিক্ত কেশ)। [সং. √ সিচ্ + ত]। বিণ. স্ত্রী. সিক্তা। বি. ̃ তা। 7)
সংশ্লেষ
স্পষ্ট
(p. 849) spaṣṭa বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. ̃ তা। ̃ বক্তা (ক্তৃ), ̃ বাদী (দিন্), ̃ ভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। বি. ̃ বাদিতা, ̃ ভাষিতা। স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টা-স্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টী-কৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা। 35)
সাপুড়া
(p. 827) sāpuḍ়ā বি. (প্রা. কা.) কৌটো। [সং. সম্পুট]। 19)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দুমুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞউদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সরসিজ
(p. 817) sarasija বি. পদ্ম। [সং. সরসি + √ জন্ + অ]। 35)
সঙঘটন, সঙঘট্ট, সঙঘর্ষ, সঙঘাত, সঙঘারাম, সঙঘৃষ্ট
সারি৩, সারিকা
সমা-লোচক
(p. 808) samā-lōcaka বি. বিণ. 1 দোষ গুণের সম্যক বিচার করে এমন; 2 সাহিত্যশিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচারকারী, critic; 3 (বাং.) দোষ ধরে এমন। [সং. সম্ + আলোচক]। স্ত্রী. সমা-লোচিকা। 113)
সারালো
(p. 830) sārālō বিণ. সারযুক্ত; গ্রহণযোগ্য (সারালো যুক্তি)। [সং. সার + বাং. আলো]। 27)
সমানু-পাত
(p. 808) samānu-pāta বি. 1 সদৃশ সম্বন্ধ; 2 (গণি.) আনুপাতিক সমতা, এক বস্তুর হ্রাস-বৃদ্ধির তুল্য অপরের হ্রাসবৃদ্ধি, proportion. [সং. সম্ + অনুপাত]। 96)
সমুদ্ধত
(p. 814) samuddhata বিণ. 1 বিশেষভাবে উদ্ধত, অবিনীত; 2 দর্পিত দৃপ্ত, গর্বিত (সমুদ্ধত ঘোষণা)। [সং. সম্ + উদ্ + √ হন্ + ত]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185307
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026134
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619985

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us