Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাঁকা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাঁকা2 এর বাংলা অর্থ হলো -

(p. 862) hān̐kā2 ক্রি. হাঁকানো।
নো ক্রি. 1 হাঁকড়ানো-র সমস্ত অর্থে (গাড়ি হাঁকিয়ে চলা); 2 দর্পভরে তাড়ানো (ভিখারিকে হাঁকিয়ে দেওয়া)।
বি. উক্ত সব অর্থে।
41)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হোমিয়ো-প্যাথি
হতাশ
(p. 858) hatāśa বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ। 32)
হকার1
(p. 858) hakāra1 বি. হ এই বর্ণ। [হ + কার স্বার্থে]। 11)
হিব্রু
(p. 869) hibru বি. ইহুদি জাতি; প্রাচীন ইহুদিদের ভাষা। [ইং. Hebrew]। 28)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হাসনু-হানা, হাসুনো-হানা
হণ্ডা
(p. 858) haṇḍā বি. বড়ো হাঁড়ি। [অর্বাচীন সং.]। হণ্ডিকা, হণ্ডী বি. হাঁড়ি। 29)
হিংসুটে
(p. 869) hiṃsuṭē বিণ. পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. আটিয়া টে]। 5)
হৃত্
হল-হল
(p. 860) hala-hala বি. অতিশয় ঢিলা বা আলগা হওয়ার ভাবপ্রকাশক। হল-হলে বিণ. অত্যন্ত ঢিলা বা আলগা, হলহল করছে এমন। বি. ছোটো বিষহীন সাপবিশেষ, হেলে। 58)
হোম
হার2
(p. 867) hāra2 বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। 26)
হাঁসিয়া, হাঁসুয়া
হরফ, হরপ
(p. 860) harapha, harapa বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]। 24)
হয়2
(p. 860) haẏa2 বি. ঘোড়া, অশ্ব। [সং. √ হয়্ + অ]। স্ত্রী. হয়ী। ̃ গ্রীব বিণ. ঘো়ড়ার মতো গ্রীবাযুক্ত। 10)
হারাহারি2
(p. 867) hārāhāri2 দ্র হারা। 32)
হ্রাদ
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হেত্বাভাস
(p. 873) hētbābhāsa বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534913
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140455
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730670
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838488
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us