Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাটক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাটক এর বাংলা অর্থ হলো -

(p. 862) hāṭaka বি. সোনা।
[সং. √ হট্(দীপ্তি) + অক]।
75)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হলদি
হৃষ্ট
হিয়া
(p. 869) hiẏā বি. হৃদয় -এর কোমল রূপ ('তবু হিয়া জুড়ন না গেল')। [ প্রাকৃ. হিঅ]। 34)
হিজি-বিজি
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হিন্দু
হার2
(p. 867) hāra2 বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। 26)
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
হিংস্য
(p. 869) hiṃsya দ্র হিংসা। 6)
হাপর
হৈয়ঙ্গ-বীন
(p. 873) haiẏaṅga-bīna বি. পূর্বদিনের দুধে তৈরি নবনীত বা ঘৃত; সদ্য তৈরি করা ঘি। [সং. হিয়ঙ্গু + অ + ঈন]। 34)
হরিত্, হরিত
(p. 860) harit, harita বি. 1 সবুজ বর্ণ; 2 সূর্যের অশ্ব। বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ইত্, ইত]। হরিতাশ্ম (-শ্মন্) বি. 1 (সবুজবর্ণ বলে) মরকত মণি; 2 তুঁতে। হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য। হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত। 33)
হূত
(p. 872) hūta বিণ. আহ্বান করা হয়েছে বা আসতে বলা হয়েছে এমন, আহুত। [সং. √ হ্বে + ত]। হূতি বি. আহ্বান। 13)
হাতল
(p. 865) hātala বি. হাত দিয়ে ধরার উপযোগী (দরজা-আলমারি-কড়াই ইত্যাদিতে সংলগ্ন) আংটা বা কড়া। [হি. হথলী]। 5)
হদিশ1
(p. 858) hadiśa1 বি. 1 তত্ত্ব, সন্ধান খোঁজ (কারও হদিশ পাওয়া); 2 উপায়, পথ (হদিশ খুঁজে পাওয়া)। [আ. হদীথ্]। 41)
হাঁকা2
হেতু
হাবি-জাবি
হুল-স্হূল
হেলা1
(p. 873) hēlā1 ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। ̃ ন (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ̃ নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us