Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিরা-কস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হিরা-কস এর বাংলা অর্থ হলো -

(p. 869) hirā-kasa বি. লোহার কষ বা উপরসবিশেষ।
[ফা.]।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
হৈম2
(p. 873) haima2 বিণ. হিমসম্বন্ধীয়। [সং. হিম + অ]। 30)
হাসা
(p. 867) hāsā ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ̃ নো ক্রি. হাস্য করানো। বি. উক্ত অর্থে। ̃ হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া। 66)
হাসনু-হানা, হাসুনো-হানা
হর-তন
(p. 860) hara-tana বি. খেলার তাসের লাল পানের মতো রং বা চিহ্নবিশেষ। [ওল. harten]। 21)
হ্যাঁচোড়-প্যাঁচোড়
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হিত
(p. 869) hita বি. উপকার, কল্যাণ। বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকারঅপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণী। হিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন। 22)
হাবিয়া দোজখ
(p. 867) hābiẏā dōjakha বি. (মুস.) সপ্তম নরক ('সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া': নজরুল)। [আ.]। 3)
হুতাশ1
হাড়গিলা, (কথ্য) হাড়গিলে
(p. 862) hāḍ়gilā, (kathya) hāḍ়gilē বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা2 দ্র]। 80)
হেতু
হুশ, হুশিয়ার
(p. 872) huśa, huśiẏāra যথাক্রমে হুঁশ ও হুঁশিয়ার -এর রূপভেদ। 9)
হূত
(p. 872) hūta বিণ. আহ্বান করা হয়েছে বা আসতে বলা হয়েছে এমন, আহুত। [সং. √ হ্বে + ত]। হূতি বি. আহ্বান। 13)
হাতা1
(p. 865) hātā1 বি. 1 এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); 2 (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]। 7)
হাসিনী
(p. 867) hāsinī বিণ. (স্ত্রী.) হাস্যকারিণী (সুহাসিনী)। [সং. √ হস্ + ইন্ + ঈ]। বি. (পুং.) (বিরল) হাসী (-সিন্)। 68)
হারি
(p. 867) hāri বি. হার, পরাভর। [সং. √ হৃ + ই]। 33)
হামান-দিস্তা, (কথ্য) হামান-দিস্তে
হিমায়িত
(p. 869) himāẏita বিণ. 1 হিমে অর্থাত্ বরফে পরিণত; 2 অত্যন্ত শীতল ('করে হিমায়িত শবেরে শতায়ু': সু. দ.)। [সং. হিম + ণিচ্ + ত]। হিমায়ন বি. শীতল করা। 32)
হাঁক, হাঁই হুঁই
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856853
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us