Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হুড়া, (কথ্য) হুড়ো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হুড়া, (কথ্য) হুড়ো এর বাংলা অর্থ হলো -

(p. 871) huḍ়ā, (kathya) huḍ়ō বি. তাড়া, ঠেলা, লাঠির গুঁতো।
[সং. হুড়্]।
হুড়ি
বি. ঠেলাঠেলি; হুটোপাটি।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হাঁ2, হ্যাঁ
হত্যে
হাতে-খড়ি, হাতে-নাতে
(p. 865) hātē-khaḍ়i, hātē-nātē দ্র হাত। 16)
হড়-হড়
হেলে1
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হামি
(p. 867) hāmi বি. (শিশুদের) চুম্বন (একটা হামি দাও, সোনা)। [দেশি]। 17)
হালি2
(p. 867) hāli2 বি. যে ব্যক্তি নৌকার হাল ধরে, মাঝি। [বাং. হাল2 + ই]। 57)
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হাঙর
হামা
(p. 867) hāmā বি. হাঁটুহাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা। 13)
হামলা1
(p. 867) hāmalā1 বি. ক্রি. 1 আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া ('হামলে পড়ল তার উপর তিনটে ভালুক': শ. ঘো.); 2 দাঙ্গা। [আ. হম্লা়]। 11)
হিরণ্য
(p. 869) hiraṇya বি. স্বর্ণ। [সং. হিরণ + য]। ̃ কাশিপু বি. দৈত্যরাজবিশেষ (ইনি প্রহ্লাদের পিতা)। ̃ গর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা। ̃ নাভ বি. মৈনাকপর্বত। ̃ বাহ বি. শোণ নদী। ̃ রেতা (-তস্) বি. 1 অগ্নি; 2 সূর্য; 3 শিব। 37)
হৃদ্য
হজম
(p. 858) hajama বি. 1 পরিপাক; 2 (ব্যঙ্গে) আত্মসাত্ করা (পরের টাকা হজম করা); 3 বিনা প্রতিবাদে সহ্য করা (কিল খেয়ে কিল হজম করা)। [আ. হজ্ম্]। হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)। 16)
হায়ন
(p. 867) hāẏana বি. বত্সর; অব্দ, সাল (তু. অগ্রহায়ণ)। [সং. √ হা + অন]। 23)
হিরা-মন
হড়াত্, হড়াস
(p. 858) haḍ়āt, haḍ়āsa অব্য. হঠাত্ খোলা বা ঢেলে দেওয়ার শব্দ। [ধ্বন্যা.]। 28)
হার্দ, হার্দ্য
(p. 867) hārda, hārdya বি. হৃদ্যতা, প্রণয়, স্নেহ। বিণ. 1 মনোজ্ঞ; 2 আন্তরিক। [সং. √ হৃদ্ + অ, য]। 43)
হ্যাটা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629529
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243142
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860279
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922795
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860395
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724093
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us