Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ্রেষা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হ্রেষা এর বাংলা অর্থ হলো -

(p. 874) hrēṣā বি. ঘোড়ার ডাক।
[সং. √ হ্রেষ্ + অ + আ]।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হারি
(p. 867) hāri বি. হার, পরাভর। [সং. √ হৃ + ই]। 33)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হাউস সার্জন
(p. 862) hāusa sārjana বি. হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিত্সক। [ইং. house surgeon]। 27)
হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
হার2
(p. 867) hāra2 বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। 26)
হেমন্ত
(p. 873) hēmanta বি. 1 হিমঋতু (পৌষ ও মাঘ মাস); 2 (বাং.) শীতের পূর্ববর্তী ঋতু (কার্তিকঅগ্রহায়ণ মাস)। [তু. হেমবন্ত]। 13)
হ্যাংলা
(p. 874) hyāṃlā বিণ. অশোভন রকমের লোভী। [দেশি]। ̃ পনা, ̃ মি বি. অশোভন লোলুপতা। 18)
হলী
(p. 862) halī দ্র হল3। 2)
হলকা
(p. 860) halakā বি. 1 পাল, দল, দঙ্গল ('ষোড়শ হলকা হাতী': ভা. চ.); 2 ঘোড়ার গলায় পরাবার চামড়ার বেড়; 3 উত্তপ্ত প্রবাহ (আগুনের হলকা)। [আ.]। 54)
হর্যক্ষ
(p. 860) haryakṣa বি. 1 সিংহ; 2 কুবের। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অক্ষি]। 47)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হতে
(p. 858) hatē - হইতে -র চলিত রূপ। অব্য. 1 (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে ('মার কাছ হতে কাড়ি': রবীন্দ্র); 2 দ্বারা ('আমা হতে এই কর্ম হবে না সাধন': নবীন); 3 ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); 4 তুলনায়, চেয়ে ('বিত্ত হতে চিত্ত বড়ো')। [প্রাকৃ. অহনতহি বা হিস্তো বাং. হইতে]। 35)
হেন
(p. 873) hēna বিণ. এমন, এরূপ; অনুরূপ (হেন লোক নেই যে শোনেনি, হেনকালে, এ-হেন)। [তু. মৈ. এহেন]। 8)
হিংসক
(p. 867) hiṃsaka বিণ. যে হিংসা করা (দেবহিংসক)। বি. 1 হিংস্র প্রাণী; 2 শত্রু। [সং. √ হিন্স্ + অ]।
হে
হ্যাঁচোড়-প্যাঁচোড়
হাঁকুনি
(p. 862) hān̐kuni বি. 1 উচ্চকণ্ঠে তীব্র ধমক; 2 হাঁক; 3 হুংকার। [হাঁক দ্র]। 43)
হদ
(p. 858) hada বি. গর্ত। [সং. হ্রদ]। 40)
হুঁকা, (কথ্য) হুঁকো
হাসিল
(p. 867) hāsila বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]। 69)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535144
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140626
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943130
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883647
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us