Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবধি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবধি
(p. 44) abadhi অব্য. 1 থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, 'জনম অবধি হাম': বিদ্যা.); 2 পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]। ̃ বাধিত বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)। 25)
আপ্রাণ
(p. 97) āprāṇa বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]। 21)
আফলোদয়
(p. 97) āphalōdaẏa ক্রি-বিণ. ফললাভ বা সাফল্যলাভ পর্যন্ত, যে পর্যন্ত ফললাভ না হয়। [সং. আ (=অবধি) + ফলোদয়]। 28)
কূল
(p. 202) kūla বি. 1 তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে); 2 (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া); 3 অবধি, শেষ (দুঃখের কূল নেই)। [সং. √ কূল্ + অ]। কূল-কিনারা বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. তীরে রয়েছে এমন। একূল ওকূল দুকূল যাওয়া ক্রি. বি. সব আশ্রয় হারানো। 41)
কোমর
(p. 210) kōmara বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। ̃ বন্ধ বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. ̃ জল বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমর-বাঁধা ক্রি. বি. 1 দৃঢ় সংকল্প করা; 2 কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)। 26)
জন্মাবধি
(p. 312) janmābadhi ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)। [সং. জন্ম + অবধি (থেকে)]। 81)
তক
(p. 363) taka অব্য. পর্যন্ত, অবধি (শেষতক, কাঁহাতক আজতক)। [হি. তক]। 9)
তদবধি
(p. 365) tadabadhi ক্রি-বিণ. সেই সময় থেকে, সেইসময় বা ঘটনার পর থেকে, সেই অবধি (তদবধি তার মনে শান্তি নেই)। [সং. তদ্ + অবধি]। 26)
নাগাদ,
(p. 452) nāgāda, (আঞ্চ) নাগাত অব্য. 1 অবধি, পর্যন্ত (কবে নাগাদ তুমি আসবে?); 2 আন্দাজ, আনুমানিক (বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টি আরম্ভ হয়েছিল)। [আ. লাগায়েত্]। 31)
নিরবধি
(p. 461) nirabadhi বিণ. সীমাহীন, শেষহীন, অনন্ত ('কালের সমুদ্রে শেষ কাল নিরবধি': বিষ্ণু)। ক্রি-বিণ. নিরন্তর, সর্বদা (নিরবধি বয়ে চলেছে)। [সং. নির্ + অবধি]। 144)
পরি-সীমা
(p. 499) pari-sīmā (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]। 86)
পরিচ্ছেদ
(p. 497) paricchēda বি. 1 অংশ (হাড়ের পরিচ্ছেদ, গাছের কাণ্ডের পরিচ্ছেদ); 2 বইয়ের অধ্যায়; 3 সীমা, অবধি (প্রাণান্তকর পরিচ্ছেদ); 4 নির্ণয়, নির্ধারণ। [সং. পরি + √ ছিদ্ + অ]। 26)
প্রভৃতি
(p. 548) prabhṛti বিণ. ইত্যাদি, এইরূপ বা এই শ্রেণির সমস্ত (টেবিল চেয়ার প্রভৃতি আসবাব)। (বিরল) অব্য. অবধি, থেকে (অদ্য প্রভৃতি)। [সং. প্র + √ ভৃ + তি]। 36)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যদবধি
(p. 723) yadabadhi ক্রি-বিণ. 1 যে সময় পর্যন্ত 2 যে সময় থেকে। [সং. যদ্ + অবধি]। 14)
রাজ1
(p. 738) rāja1 বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে) [দেশি]। 51)
সীমা
(p. 834) sīmā (-মন্) বি. 1 প্রান্ত, ধার; 2 অবধি (ধৈর্যের সীমা, সীমা লঙ্ঘন); 3 শেষ (দুঃখের সীমা নেই); 4 সমুদ্রবেলা; 5 সীমানা (অপরের সীমায় ঢোকা)। [সং. √ সি + ইমন্ সীমন্ + আ]। ̃ ন্ত বি. সীমার শেষ, শেষ সীমা। ̃ ন্ত-প্রদেশ কোনো দেশের বা রাজ্যের প্রান্তভাগে অবস্হিত অঞ্চল। ̃ পরি-সীমা বি. ইয়ত্তা, অবধি (আনন্দের সীমা-পরিসীমা নেই)। ̃ পুর বি. সমুদ্রে জলসীমা নির্ণয়ের কেন্দ্র। ̃ বদ্ধ বিণ. সীমাদ্ধারা আবদ্ধ বা নির্দিষ্ট; সসীম; পরিমিত। ̃ সর-হদ্দ বি. নির্ধারিত সীমানা। 31)
স্কন্ধ
(p. 846) skandha বি. 1 কাঁধ; 2 শরীর; 3 ষাঁড়ের ঝুঁটি; 4 বৃক্ষের কাণ্ড অর্থাত্ মূল থেকে শাখা অবধি; 5 গ্রন্হাদির অধ্যায় বা সর্গ; 6 ব্যূহ; 7 সেনাবিভাগ; 8 যুদ্ধ। [সং. √ স্কন্দ্ (গতি বা শোষণার্থক) + অ]। স্কন্ধাবার বি. 1 সৈন্যদল; 2 সৈন্যদলের শিবির বা ছাউনি। স্কন্ধী (-ন্ধিন্) বি. বৃক্ষ। বিণ. 1 স্কন্ধযুক্ত; 2 স্কন্ধসম্বন্ধীয়। 51)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534896
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140437
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730664
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942853
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us