Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্কন্ধ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্কন্ধ এর বাংলা অর্থ হলো -

(p. 846) skandha বি. 1 কাঁধ; 2 শরীর; 3 ষাঁড়ের ঝুঁটি; 4 বৃক্ষের কাণ্ড অর্থাত্ মূল থেকে শাখা অবধি; 5 গ্রন্হাদির অধ্যায় বা সর্গ; 6 ব্যূহ; 7 সেনাবিভাগ; 8 যুদ্ধ।
[সং. √ স্কন্দ্ (গতি বা শোষণার্থক) + অ]।
স্কন্ধাবার বি. 1 সৈন্যদল; 2 সৈন্যদলের শিবির বা ছাউনি।
স্কন্ধী (-ন্ধিন্) বি. বৃক্ষ।
বিণ. 1 স্কন্ধযুক্ত; 2 স্কন্ধসম্বন্ধীয়।
51)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সমর
স্বৈর
সলীল
(p. 820) salīla বিণ. লীলাযুক্ত; ভঙ্গিযুক্ত। [সং. সহ + লীলা]। 11)
স্ফুরা
সমাদর
(p. 808) samādara বি. অতিশয় আদর ও যত্ন, সংবর্ধনা। [সং. সম্ + আদর]। সমাদরণীয় বিণ. সমাদরের যোগ্য, সমাদর করা উচিত এমন। সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত। স্ত্রী. সমাদৃতা। 90)
সন্দর্শন
সম্মেলক
(p. 816) sammēlaka বিণ. 1 সম্মেলনকারী, সম্মিলিত করে এমন; 2 সম্মিলিত (সম্মেলক গান)। [সং. সম্ + মেলক]। 24)
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
সাবয়ব
(p. 828) sābaẏaba বিণ. অবয়ববিশিষ্ট। [সং. সহ + অবয়ব]। 9)
সিকা2, (কথ্য) সিকে
(p. 833) sikā2, (kathya) sikē বি. চার আনা মূল্যের মুদ্রা; সিকি; (বর্ত. অপ্র.) চার আনা। [ফা. আ. সিক্কহ্ (=মুদ্রা)]। 4)
সিংহাসন
(p. 832) siṃhāsana বি. সিটকানো, কুঞ্চিত বা জড়সড় হওয়া (ভয়ে সিঁটিয়ে যাওয়া)। [সিটকা দ্র]। 14)
সমীক্ষক
(p. 808) samīkṣaka বিণ. বি. সম্যক বিচারকারী বা পর্যালোচনাকারী; পরীক্ষক। [সং. সম্ + √ ঈক্ষ্ + অক]। 131)
স্হেয়
(p. 849) shēẏa বিণ. 1 স্হাতব্য; 2 স্হাপনযোগ্য; 3 স্হির। বি. 1 মধ্যস্হ; 2 জুরি। [সং. √ স্হা + য]। 19)
সরাই
(p. 818) sarāi বি. পান্হশালা, চটি [ফা.]। ̃ খানা বি. সরাই, পান্হশালা। 5)
স্বদেশ
সঘন2
(p. 796) saghana2 বিণ. ক্রি-বিণ. ঘনঘন, নিরন্তর (সঘন ধ্বনি, সঘন শব্দ)। [বাং. স2 + সং. ঘন]। সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে ('দাদুরী ডাকিছে সঘনে': রবীন্দ্র; 'সঘনে দেই করতালি': বৈ. সা.)। 85)
সংখ্যা
(p. 792) saṅkhyā বি. 1 গণনা, হিসাব (সংখ্যা করা); 2 রাশি (পূর্ণ সংখ্যা); 3 অঙ্ক, রাশি লিখনে ব্যবহৃত 1, 2, 3 প্রভৃতি অঙ্ক (সংখ্যাপাত, দ্বিতীয় সংখ্যা, শেষ সংখ্যা); 4 বিচার ('সাংখ্যেতে কি হবে সংখ্যা': ভা. চ.)। [সং. সম্ + √ খ্যা + অ + আ]। ̃ গরিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে বড়ো এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। ̃ গুরু বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত বেশি এমন, majority, সংখ্যাগরিষ্ঠ (স. প.)। ̃ ত বিণ. 1 গণনা করা হয়েছে এমন; বিচারিত। ̃ তীত বিণ. সংখ্যা করা অর্থাত্ সংখ্যা নির্ণয় করা যায় না এমন, অসংখ্য, অগণিত। ̃ ন বি. গণনা। ̃ লঘিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে ছোটো এমন। ̃ লঘু, ̃ ল্প বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত কম, minority (স. প.)। 37)
সৌজাত্য
(p. 846) saujātya বি. 1 জন্মের উত্কর্ষ; 2 সু-প্রজননবিদ্যা, eugenics. [সং. সুজাত + য]। 21)
সার৩
(p. 830) sāra3 বি. 1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ̃ কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ̃ গর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ̃ গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ̃ গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ̃ তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ̃ বান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট। বি. ̃ বত্তা। ̃ ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ̃ মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ̃ মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ̃ লৌহ বি. ইস্পাত। ̃ সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ̃ সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ। ̃ হীন, ̃ শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। 4)
সতীর্থ
(p. 801) satīrtha বি. একই সময়ে একই গুরুর ছাত্র; সহপাঠী, সহাধ্যায়ী; একই শ্রেণির ছাত্র। [সং. স (সমান) + তীর্থ (গুরু)]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535054
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140574
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730848
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943044
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883621
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838503
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696716
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603100

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us