Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আত্মহরা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
উদ্বন্ধন
(p. 128) udbandhana বি. (আত্মহত্যার জন্য) গলায় দা়ড়ি বাঁধা; ফাঁসি (উদ্বন্ধনে মৃত্যু)। [সং. উত্ + বন্ধন]। ̃ রজ্জু বি. ফাঁসির দড়ি। 8)
উন্মত্ত
(p. 130) unmatta বিণ. 1 ক্ষিপ্ত, ক্ষেপে গেছে এমন; 2 পাগল; 3 হিতাহিতজ্ঞান নেই এমন (রাগে উন্মত্ত হয়ে এসব করেছে); 4 অতিশয় আসক্ত; 5 আত্মহারা। [সং. উত্ + মত্ত]। বি. ̃ তা। স্ত্রী. উন্মত্তা। 9)
ডগ-মগ
(p. 354) ḍaga-maga বিণ. 1 ঢলঢল (আহ্লাদে ডগমগ হয়েছে); 2 বিভোর, বিহ্বল, অস্হির, আপ্লূত। [ধ্বন্যা.-তু. হি. ডগমগ]। ডগ-মগি বিণ. আত্মহরা ('কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ' : বা. ঘো.)। ডগ-মগানো ক্রি. ডগমগ করা। 7)
তুরীয়, তুর্য
(p. 375) turīẏa, turya বিণ. 1 চতুর্থ; 2 চরমোত্কর্ষপ্রাপ্ত; 3 মায়ার অতীত (তুরীয় অবস্হা)। বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]। তুরীয় বর্ণ বি. শূদ্র। তুরীয়ানন্দ বি. 1 তুরীয়াবস্হার আনন্দ; 2 (কৌতু.) আত্মহারা অবস্হা ('আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)। 210)
দড়ি
(p. 396) daḍ়i বি. রজ্জু, রশি। [বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা]. দড়ি-কলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)। দড়ি-ছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত। দড়ি-দড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ। দড়ি-দড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)। 22)
ফাঁসি
(p. 564) phām̐si বি. 1 গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; 2 জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; 3 গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); 4 ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]। 2)
বিভোর, বিভোল
(p. 621) bibhōra, bibhōla বিণ. 1 মুগ্ধ, আত্মহারা ('আজি বিভোর রাতে': রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [ সং. বিহ্বল]। 52)
বিহ্বল
(p. 630) bihbala বিণ. 1 আত্মহারা, অভিভূত (আনন্দে বিহ্বল, বিস্ময়ে বিহ্বল); 2 বিবশ, অচেতন, বিকল। [সং. বি + হ্বল্ + অ]। স্ত্রী. বিহ্বলা। ̃ তা বি. বিমুগ্ধতা, আত্মহারা অবস্হা বা ভাব; বিবশতা ('সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান': রবীন্দ্র)। 51)
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
মত্ত
(p. 676) matta বিণ. 1 মাতাল, প্রমত্ত(নেশায় মত্ত); 2 উন্মত্ত, পাগল ক্ষিপ্ত (মত্তহস্তী); 3 অতিশয় ক্রুদ্ধ ('মত্ত মোগল রক্তপাগল': রবীন্দ্র); 4 অতি গর্বিত, উল্লাসিত, আত্মহারা বা বিহ্বল (ধনমত্ত, ভোগমত্ত, মদমত্ত)। [সং. √ মদ্ + ত]। স্ত্রী. মত্তা। ̃ .তা বি. 1 আকুলতা; 2 মাতলামি। মত্তাবস্হা বি. মাতাল অবস্হা। 73)
মাতা2
(p. 692) mātā2 ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা সং. √ মদ্]। ̃ নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ̃ মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)। 109)
মাতাল
(p. 692) mātāla বিণ. 1 মদ্যপানের ফলে মত্ততাযুক্ত (মদ খেয়ে মাতাল); 2 সুরাসক্ত, মদ্যপ (মাতালকে বিশ্বাস নেই); 3 আত্মহারা, বিভোর ('গন্ধে মাতাল': রবীন্দ্র)। [বাং. √ মাতা + ল]। 110)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মোহিত
(p. 719) mōhita বিণ. মোহপ্রাপ্ত, আত্মহারা, মুগ্ধ (সৌন্দর্য দেখে মোহিত হওয়া, নিজের ভাবে নিজেই মোহিত)। [সং. √ মুহ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোহিতা। 45)
হারা
(p. 867) hārā ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। বি. উক্ত অর্থে। বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ̃ নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ̃ হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]। 29)
হাসা
(p. 867) hāsā ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ̃ নো ক্রি. হাস্য করানো। বি. উক্ত অর্থে। ̃ হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730690
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942899
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us