Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্পাটন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-রোপণ
(p. 45) aba-rōpaṇa বি. 1 নীচে নামানো, অবতারণ; 2 উত্পাটন, এক স্হান থেকে উত্পাটন করে অন্য স্হানে রোপণ, transplantation. [সং. অব + রোপণ]। 31)
উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উচ্ছিন্ন
(p. 119) ucchinna বিণ. উচ্ছেদ হয়েছে এমন, উত্পাটিত; উন্মূলিত; বিনাশপ্রাপ্ত, বিনষ্ট। [সং. উত্ + √ ছিদ্ + ত]। 52)
উচ্ছেদ
(p. 119) ucchēda বি. বিনাশ; উত্পাটন (অরণ্যের উচ্ছেদ); আশ্রয়চ্যুত বা স্হানচ্যুত করা (ভাড়াটে উচ্ছেদ)। [সং. উত্ + √ ছিদ্ + অ]। ̃ ক বি. বিণ. যে উচ্ছেদ করে। ̃ নীয়, ̃ উচ্ছেদ্য বিণ. উচ্ছেদ করবার যোগ্য। 57)
উত্-ক্ষিপ্ত
(p. 123) ut-kṣipta বিণ. 1 উপরের দিকে ছুড়ে ফেলা হয়েছে এমন (ঊর্ধ্বে উত্ক্ষিপ্ত জলরাশি); 2 উত্পাটিত। [সং. উত্ + √ ক্ষিপ্ + ত]। বি. উত্-ক্ষেপ, উত্-ক্ষেপণ। 14)
উত্-খাত
(p. 123) ut-khāta বিণ. 1 খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন; 2 সমূলে উত্পাটিত; 3 বিনষ্ট; 4 দূরীভূত (ভাড়াটে উত্খাত হয়েছে)। বি. উত্পাটন; বিনাশ; দূরীভূত করা। [সং. উত্ + √ খন্ + ত]। 17)
উত্-পাটন
(p. 123) ut-pāṭana বি. সমূলে উপড়ে ফেলা (মূলোত্পাটন)। [সং. উত্ + √ পট্ + ণিচ্ + অন]। উত্-পাটক বিণ. বি. উত্পাটনকারী। উত্-পাটনীয় বিণ. উত্পাটনের যোগ্য; উত্পাটন করতে হবে এমন। উত্-পাটিত বিণ উপড়ে ফেলা হয়েছে এমন। 25)
উত্-সাদন
(p. 123) ut-sādana বি. উচ্ছেদ, উন্মূলন, উপড়ে ফেলা, উত্পাটন; কোনো স্হান থেকে কাউকে বিতাড়িত করা (ভিটা থেকে উত্সাদন)। [সং. উত্ + সদ্ + ণিচ্ + অন]। উত্-সাদনীয় বিণ. উপড়ে ফেলতে হবে এমন, উচ্ছেদযোগ্য। উত্-সাদিত বিণ. উন্মূলিত, উত্পাটিত, বিতাড়িত। 48)
উন্মূল
(p. 130) unmūla বিণ. মূল উত্পাটিত হয়েছে এমন। [সং. উদ্ + মূল]। উন্মূলন বি. সমূলে উত্পাটন; উচ্ছেদ; বিনাশ। উন্মূলিত বি. সমূলে উত্পাটিত করা হয়েছে এমন। উন্মূলয়িতা (-তৃ) বিণ. উন্মূলনকারী। স্ত্রী. উন্মূলয়িত্রী। 24)
উপড়া
(p. 131) upaḍ়ā ক্রি. উন্মূলিত করা, উত্পাটিত করা (ঝাড়েবংশে উপড়ে ফেলা)। [বাং. √ উপড়া]। ̃ নো বি. উত্পাটন, মূলোচ্ছেদ। ক্রি. উত্পাটিত করা। বিণ. উত্পাটিত করা হয়েছে এমন (ঝড়ে উপড়ানো গাছ)।
উপাড়া
(p. 133) upāḍ়ā ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা ('শালগাছ উপাড়িয়া আনে': কৃত্তি)। [বাং. √ উপাড়্ + আ]। উপাড়ন বি. উত্পাটন। 92)
ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
ছিন্ন
(p. 304) chinna বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উত্পাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। বি. বেশ্যা। ̃ দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ̃ পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ̃ বিচ্ছিন্ন, ̃ ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ̃ মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ̃ মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ̃ মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ̃ মূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)। 74)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
তোড়ই
(p. 387) tōḍ়i ক্রি. (ব্রজ.) 1 উত্পাটন বা ছিন্ন করে; 2 ভাঙে; 3 খুলে ফেলে। [তু. হি. তোড়না]। 9)
নির্মূল
(p. 468) nirmūla বিণ. 1 ছিন্নমূল, মূলসহ উত্পাটিত বা বিনষ্ট, সমূলে উচ্ছেদ করা হয়েছে এমন; 2 সম্পূর্ণ বিলুপ্ত, ধ্বংস (শত্রু নির্মূল করা); 3 ভিত্তিহীন, অমূলক। [সং. নির্ + মূল]। নির্মূলিত বিণ. উত্পাটিত; বিধ্বস্ত; বিলুপ্ত; নির্মূল করা হয়েছে এমন। 145)
নির্মূলন
(p. 468) nirmūlana বি. উত্পাটন; ধ্বংস, উত্সাদন। [সং. নির্ + √ মূল্ + অন]। 146)
নির্মূলী-করণ
(p. 468) nirmūlī-karaṇa বি. নির্মূলিত করা, উত্পাটন; উত্সাদন; নির্মূলন। [সং. নির্ + √ মূল্ + চিব + √ কৃ + অন]। 147)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
সমুত্-পাটন
(p. 814) samut-pāṭana বি. 1 সম্পূর্ণ উত্পাটন; 2 নির্মূলন; 3 সম্পূর্ণ ধ্বংস। [সং. সম্ + উত্পাটন]। সমুত্-পাটিত বিণ. 1 মূলসমেত তুলে ফেলা হয়েছে এমন; 2 সম্পূর্ণ উন্মূলিত বা বিনষ্ট। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140039
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730162
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942331
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883434
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696569
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us