Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

একমাস) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
অব-লম্বন
(p. 46) aba-lambana বি. 1 আশ্রয়, নির্ভর, ভরসা (চাকরিই তার একমাত্র অবলম্বন); 2 গ্রহণ, ধারণ (সন্ন্যাস অবলম্বন, পক্ষ অবলম্বন)। [সং. অব + লম্ব্ + অন]। অব-লম্বিত বিণ. 1 গৃহীত; 2 আশ্রিত; 3 লম্বমান, ঝুলন্ত। অব-লম্বী (-ম্বিন্) বিণ. অবলম্বন করেছে এমন; নির্ভরকারী, আশ্রয়কারী; ঝুলছে এমন। 7)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
এক
(p. 142) ēka বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ ক বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটাকিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃ লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। 17)
একাধি-পতি
(p. 145) ēkādhi-pati বি. একমাত্র প্রভু; সার্বভৌম নৃপতি; সর্বেসর্বা। [সং. এক + অধিপতি]। একাধি-পত্য বি. কেবল একজনের সর্বময় কর্তৃত্ব, সার্বভৌম ক্ষমতা। 8)
একাসন
(p. 145) ēkāsana বি. 1 একমাত্র আসন; 2 যোগাসন (একাসনে বসে আছেন)। বিণ. 1 আসন বদল করে না এমন; 2 অন্য আসন নেই এমন; 3 একাসনে অর্থাত্ যোগাসনে বসে আছে বা আছেন এমন। [সং. এক + আসন]। 21)
একেশ্বর
(p. 146) ēkēśbara বি. একমাত্র ঈশ্বর বা প্রভু। বিণ. 1 সার্বভৌম; সর্বময় কর্তৃত্বসম্পন্ন; 2 একক; একলা ('একেশ্বর যাবে তুমি')। [সং. এক + ঈশ্বর]। স্ত্রী. একেশ্বরী। ̃ বাদ বি. ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বি. বিণ. একেশ্বরবাদের মত মানে এমন (ব্যক্তি)। 3)
কম্বল
(p. 166) kambala বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ। [সং. √ কম্ (ব্ আগম) + অল]। ̃ সম্বল 1 বি. অতি দরিদ্র অবস্হা; 2 সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র। 6)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
তদেক
(p. 365) tadēka বিণ. 1 তার সঙ্গে এক বা অভিন্ন; 2 সেই একমাত্র, অনন্য (তদেকশরণ)। [সং. তদ্ + এক]। ̃ চিত্ত বিণ. তন্ময়, অনন্যমনা। 40)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
পরায়ণ1
(p. 496) parāẏaṇa1 বি. 1 শ্রেষ্ঠ আশ্রয় বা অবলম্বন; 2 বিষ্ণু। [সং. পর (একমাত্র) + অয়ন]। 7)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বাস্তব
(p. 605) bāstaba বিণ. 1 প্রকৃত, যথার্থ, সত্তাযুক্ত (বাস্তব জগত্); 2 (দর্শ.) ইন্দ্রিয়গোচর। বি. 1 সত্য (কঠোর বাস্তবকে স্বীকার করা); 2 ইন্দ্রিয়গোচর জগত্। [সং. বস্তু + অ]। বি. ̃ তা। ̃ বাদ বি. ইন্দ্রিয়গোচর জগত্ই একমাত্র সত্য-এই মত; বাস্তব জগতে যা ঘটে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং তার প্রতিই কেবল আস্হা রাখা, realism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. এই মতে আস্হাশীল। 27)
ভরসা
(p. 658) bharasā বি. 1 আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); 2 অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); 3 আশ্বাস ('কূলে একা বসে আছি নাহি ভরসা': রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]। 28)
মাস2
(p. 703) māsa2 বি. বত্সরের 12 ভাগের একভাগ, স্হূল হিসাবে 3 দিন। [সং. √মস্ +অ]। ̃. ওয়ারি বিণ. মাসিক। ̃. কাবার বি. মাসের শেষ বা শেষদিন। ̃. কাবারি বিণ. 1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার); 2 একমাসের উপযুক্ত। বি. মাসিক বরাদ্দ। ̃. মাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন। ̃. হারা, মাসো-হারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]। 25)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
মোট2
(p. 718) mōṭa2 বি. সমষ্টি। বিণ. সর্বসমেত (মোট হিসাব, মোট দশজন)। [সং. সমষ্টি]। ̃ .মাট ক্রি-বিণ. মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। মোটা-মুটি বিণ. ক্রি-বিণ. 1 স্হূল হিসাবে (মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। মোটা-মুটি বিণ. ক্রি-বিণ. 1 স্হূল হিসাবে (মোটামুটি একমাস); 2 স্হূলভাবে (মোটামুটি জানি)। মোটে ক্রি-বিণ. 1 সাকল্যে, একুনে, মোট হিসাবে; 2 সবেমাত্র (মোটে তো এলাম); 3 আদৌ (মোটে পড়াশুনা করে না); 4 কেবল (মোটে এতটুকু ?)। মোটেই ক্রি-বিণ. একবারেই, আদৌ, একটুও (মোটেই ভালো নয়, মোটেই সত্যি নয়)। মোটের উপর ক্রি-বিণ. স্হূলত, সবকিছু বিচার করে দেখলে (মোটের উপর চলনসই)। 19)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শিশ্ন
(p. 779) śiśna বি. পুংজননেন্দ্রিয়, লিঙ্গ। [সং. √ শশ্ + ন]। শিশ্নোদর-পরায়ণ বিণ. কামপ্রবৃত্তি ও উদরের তৃপ্তিই যার একমাত্র লক্ষ্য। 43)
শূন্য
(p. 783) śūnya বি. 1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া); 2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন; 3 আকাশ ('অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়': বুদ্ধ; অসীম শূন্য); 4 অভাব। বিণ. 1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য); 2 খালি, ফাঁকা ('শূন্য এ বুকে পাখে মোর আয়': নজরুল; 'আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ': রবীন্দ্র; শূন্য খাঁচা); 3 উদাস (শূন্য হৃদয়)। [সং. √ শূন্ + য]। বি. ̃ তা। ̃ কুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি। ̃ গর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)। ̃ তা. পূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা। ̃ দৃষ্টি বি. উদাস চাহনি। ̃ পথ বি. আকাশপথ। ̃ বাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তি ও বিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ। ̃ ময় বিণ. ফাঁকা, খালি। 20)
সবে
(p. 808) sabē ক্রি-বিণ. অব্য. 1 মোটে, সর্বসাকুল্যে, সবসুদ্ধ (সবে একশো লোক); 2 মাত্র, কেবল (সবে দুদিন এসেছে); 3 এইমাত্র (সবে ভোর হল)। [সং. সর্ব]। সবে ধন নীলমণি একমাত্র লোক বা সন্তান। ̃ মাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534981
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140514
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730756
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942949
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838499
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us