Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁচা': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপক্ক
(p. 34) apakka বিণ. 1 পাকেনি এমন; কাঁচা; 2 সিদ্ধ বা পাক করা হয়নি এমন; 3 অপরিণত। [সং. ন + পক্ক]। বি. ̃ তা। 68)
অপরি-ণত
(p. 34) apari-ṇata বিণ. পরিণত হয়নি বা পরিণতি লাভ করেনি এমন; অপূর্ণ; অপক্ব, কাঁচা; তরুণ। [সং. ন + পরিণত]। ̃ বয়স্ক বিণ. অল্পবয়সী; যৌবনপ্রাপ্ত হয়নি এমন; নাবালক। ̃ বুদ্ধি বিণ. বুদ্ধি পাকেনি এমন; অস্হিরমতি। 140)
অপরি-পক্ক
(p. 34) apari-pakka বিণ. 1 পাকেনি এমন, অপক্ব; 2 কাঁচা; 3 অপরিণত; অনভিজ্ঞ। [সং. ন + পরিপক্ব]। বি. অপরি-পক্বতা। 144)
অপি-নিহিত
(p. 40) api-nihita বি. (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি আইজ, কাঁচি কাঁইচি), epenthesis. [সং. অপি + নি + √ ধা + তি]। অপি-নিহিত বিণ. এইভাবে নিষ্পন্ন। বি. অপিনিহিতি। 28)
অর্বাচীন
(p. 62) arbācīna বিণ. 1 নবীন, অপ্রাচীন, বয়সে প্রবীণ নয় এমন; আধুনিক; 2 পশ্চাদ্বর্তী; 3 মূর্খ, বুদ্ধি পাকা নয় এমন। [সং. অর্বাচ্ + ঈন]। ̃ তা বি. নবীনতা; পশ্চাদ্বর্তিতা; কাঁচা বুদ্ধির ভাব, মূর্খতা। 26)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
অসিদ্ধ
(p. 72) asiddha বিণ. 1 যুক্তিতর্কের দ্বারা সমর্থিত নয় এমন (অসিদ্ধ মত); 2 ব্যাকরণদুষ্ট; 3 সিদ্ধ বা রান্না হয়নি এমন, কাঁচা; আংশিক সিদ্ধ; 4 অসম্পূর্ণ, ব্যর্থ। [সং. ন + সিদ্ধ]। অসিদ্ধি বি. অসাফল্য, ব্যর্থতা; অনিষ্পন্ন অবস্হা। 11)
আঙিয়া, আঙ্গিয়া
(p. 82) āṅiẏā, āṅgiẏā বি. স্ত্রীলোকের ছোট ও আঁট জামাবিশেষ; মেয়েদের বক্ষাবরণ, চোলি, কাঁচুলি। [সং. অঙ্গিকা]। 76)
আদা
(p. 89) ādā বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। 59)
আনাজ
(p. 94) ānāja বি. সবজি, কাঁচা তরকারি। [প্রাকৃ. অন্নজ্জ; হি. অনাজ]। ̃ .পত্র বি. শাকসবজি। 19)
আপোড়া
(p. 97) āpōḍ়ā বিণ. 1 পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; 2 কাঁচা; 3 ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; 4 শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন ('আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং]. আ + পোড়া। 16)
আম-গন্ধি
(p. 101) āma-gandhi বিণ. (রাঁধা খাবার সম্বন্ধে) কাঁচা গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত। [সং.আম4 + গন্ধ + ই]। 3)
আমশি
(p. 101) āmaśi বি. কাঁচা আমের ছোট ছোট চাকলা শুকিয়ে প্রস্তুত টক স্বাদের খাবার। [আম3 দ্র]। আমশি হওয়া, মুখ শুকিয়ে আমশি হওয়া ক্রি. বি. বিবর্ণ বা বিরস বা বিশীর্ণ হওয়া। 31)
আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
আম৪
(p. 99) āma4 বিণ. অপক্ক, কাঁচা (আম মাংস); অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)। [সং. √অম্ + অ]। 56)
ইঁচড়, এঁচড়
(p. 113) in̐caḍ়, ēn̐caḍ় বি. কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। [দেশি]। ইঁচড়ে পাকা অকালপক্ব, ফাজিল, ডেঁপো। 12)
কচি
(p. 156) kaci বিণ. 1 অতি কাঁচা; 2 নবজাত (কচি বাচ্চা); 3 অল্পবয়স্ক (কচি ছেলে); 4 নবীন (কচি বয়স)। [দেশি]। 43)
কঞ্চুক
(p. 156) kañcuka বি. 1 বর্ম, কবচ; 2 সাঁজোয়া; 3 কাঁচুলি; 4 জামা; 5 সাপের খোলস। [সং. √ কন্চ্ + উক]। 55)
কঞ্চুলিকা, কঞ্চুলী
(p. 156) kañculikā, kañculī বি. কাঁচুলি, স্তনাবরণ। [সং. √ কন্চ্ + উল + ঈ, ক (কন্) + আ]। 58)
কর্তন
(p. 169) kartana বি. ছেদন, কাটা। [সং. √ কৃত্ + অন]। কর্তনী বি. 1 যার সাহায্যে কাটা যায়; 2 কাঁচি; 3 কাটারি। 2)
কর্তবী, কর্তরিকা
(p. 169) kartabī, kartarikā বি. 1 ছেদনযন্ত্র; 2 কাটারি; 3 ছুরি; 4 কাঁচি। [সং. √ কৃত্ + অর + ঈ, ক + আ]। 5)
কষি
(p. 174) kaṣi বি. 1 লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি; 2 পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে; 3 কাঁচা আমের আঁঠি। [দেশি]। 3)
কাঁকুড়
(p. 174) kān̐kuḍ় বি. 1 কাঁচা বা অপক্ব ফুটি; 2 শস্যজাতীয় সবুজ রঙের লম্বাটে ফলবিশেষ। [সং. কর্কটি]। 49)
কাঁচ-কলা
(p. 174) kān̐ca-kalā বি. 1 ব্যঞ্জনে খাবার কলাবিশেষ, যে কলা সবুজ রঙেরই থাকে, পাকে না; 2 (আল.) কিছুই না (সবাই ভালো জিনিসগুলো নিয়ে গেল, তুমি এখন কাঁচকলা খাও)। [বাং. কাঁচা + কলা]। 52)
কাঁচল, কাঁচলা, কাঁচুলি, কাঁচলি
(p. 174) kān̐cala, kān̐calā, kān̐culi, kān̐cali বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us