Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কষি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কষি এর বাংলা অর্থ হলো -

(p. 174) kaṣi বি. 1 লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি; 2 পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে; 3 কাঁচা আমের আঁঠি।
[দেশি]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কার-পর-দাজ, কার-পর-দার
কুচ্ছা, কুচ্ছিত
(p. 194) kucchā, kucchita যথাক্রমে কুত্সাকুত্সিত -এর কথ্যা রূপ। 21)
কালিক
(p. 188) kālika বিণ. 1 সময়সম্পর্কিত, সাময়িক; 2 কালে উত্পন্ন; 3 সময়োপযোগী। [সং. কাল2 + ইক]। 5)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
কসুর
(p. 174) kasura বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]। 13)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কচু
কালাংড়া, কালেংড়া
করাইত, কিরাইত, করেত
কর-কচি
(p. 166) kara-kaci বিণ. 1 কোমল; 2 অপুষ্ট (করকচি ডাব)। বি. কোমল বা অপুষ্ট ভাব। [দেশি]। 23)
কোলন
(p. 210) kōlana বি. যতিচিহ্ন বিশেষ;: এই চিহ্ন। [ইং. colon]। 52)
ক্লীব
কন্দুক, কন্দূক
(p. 162) kanduka, kandūka বি. খেলার বল, ভাঁটা, গেণ্ডুক। [সং. কম্ + √ দা + উ + ক]। ̃ ক্রীড়া বি. গোলা বা বল নিয়ে খেলা। 18)
কটি2, কটী
(p. 158) kaṭi2, kaṭī বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। ̃ তট, ̃ দেশ বি. কোমর। ̃ ত্র, ̃ বন্ধ বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt, ̃ বসন, ̃ বাস বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)। ̃ বাত, ̃ শূল বি. কোমরের বাত বা বেদনা। ̃ ভূষণ বি. চন্দ্রহার, মেখলা। ̃ সূত্র বি. ঘুনসি। 9)
কাঁটাচুয়া
কবল
(p. 164) kabala বি. 1 গ্রাস; একগাল (এক কবল ভাত); 2 কুলকুচো (মুখে জল নিয়ে কবল করা); 3 অধিকার; জবরদখল (শক্ত একটা লোকের কবলে পড়েছে)। [সং. ক (=শরীর) + √ বল্ + অ]। ̃ ধারণ বি. কুলকুচা, gargle. কবলিত, কবলী-কৃত বিণ. 1 গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন; 2 ভক্ষিত। 16)
কুঞ্জল
(p. 194) kuñjala বি. পান্তাভাতের জল, আমানি। [সং. কু + জল (নি.)]। 34)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্মসূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কোলাহল
(p. 210) kōlāhala বি. বহু লোকের মিলিত কণ্ঠস্বরে সৃষ্ট গোলমাল। [অর্বাচীন সং. কোল + আ + √ হল্ + অ]। 57)
কিফায়ত, কিফায়েত, কিফাইত
(p. 190) kiphāẏata, kiphāẏēta, kiphāita বি. 1 কম খরচ; ব্যয়হ্রাস; 2 সস্তা দর; 3 লাভ। [আ. কিফায়ত্]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us