Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কচি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কচি এর বাংলা অর্থ হলো -

(p. 156) kaci বিণ. 1 অতি কাঁচা; 2 নবজাত (কচি বাচ্চা); 3 অল্পবয়স্ক (কচি ছেলে); 4 নবীন (কচি বয়স)।
[দেশি]।
43)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কিশ-মিশ
(p. 191) kiśa-miśa বি. বীজহীন শুকনো ছোট আঙুর। [ফা. কিশ্মিশ]। 7)
ক্বাথ, ক্বথ
(p. 210) kbātha, kbatha বি. জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস বা সার অংশ। [সং. √ ক্বথ্ + অ]। 106)
কটু
(p. 158) kaṭu বিণ. 1 তেতো; 2 ঝাল (কটু রস); 3 উগ্র, কঠোর (কটু বাক্য); 4 বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)। [সং. √ কট্ + উ]। ̃ কাটব্য বি. গালমন্দ, কড়া কথা। &tilde ; তা, ̃ ত্ব বি. কটু ভাব। কটু তেল বি. সরষের তেল। কটুক্তি বি. দুর্বাক্য; গালিগালাজ। 10)
কালাকাল
(p. 186) kālākāla বি. 1 সুসময়দুঃসময়; উপযুক্তঅনুপযুক্ত সময়; 2 (জ্যোতিষ.) শুদ্ধঅশুদ্ধ বা শুভ ও অশুভ সময়। [সং. কাল2 + অকাল]। 37)
কহা
(p. 174) kahā ক্রি. বলা। বি. কথন। বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। ̃ নো ক্রি. বলানো। ̃ য়সি ক্রি.(ব্রজ.) বলাও ('তুঁহু জগনাথ জগতে কহায়সি')। 23)
কঙ্গুরা
কন্দ
(p. 162) kanda বি. যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নীচে থাকে (যেমন কচু, আলু)। [সং. √ কন্দ্ + অ]। 13)
কাজেই, কাজে-কাজেই
(p. 179) kājēi, kājē-kājēi অব্য. সুতরাং. অতএব। 5)
কজ্জলী, কজ্জ্বলী
(p. 156) kajjalī, kajjbalī বি. পর্পটিকা, রসকজ্জলী, পারদ-গন্ধকঘটিত কালো রঙের ওষুধবিশেষ। [সং. কজ্জল + ঈ]। 53)
কোচ2
(p. 209) kōca2 বি. কৌচ, গদিযুক্ত বসবার আসনবিশেষ। [ইং. couch]। 23)
কুবল
(p. 197) kubala বি. 1 পদ্মফুল; 2 ডালিম; 3 বদরীফল অর্থাত্ কুল; 4 মুক্তা। [সং. কু + √ বল্ + অ]। 18)
কূট-ভাষী
(p. 202) kūṭa-bhāṣī (-ষিন্) বিণ. কপটতা বা ছলনা করে কথা বলে এমন। [সং. কূট + ভাষিন্]। 26)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
ক্যাশ
(p. 210) kyāśa 1 নগদ টাকা (ক্যাশ বাক্স); 2 টাকা-পয়সা (বেড়াতে তো যাচ্ছ, সঙ্গে ক্যাশ কীরকম আছে?)। [ইং. cash]। 134)
কার্তিক
কোটা1, কোটানো
(p. 209) kōṭā1, kōṭānō যথাক্রমে কুটা ও কুটানো -র চলিত রূপ। 34)
কষা৫, কষানো
(p. 172) kaṣā5, kaṣānō ক্রি. (চামড়ায়) কষ দেওয়া, কষায় রসযুক্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ কষ1 + আ (নাম ধাতু), আনো; তু. সং. √ কষায়ি]। 64)
কৃতাত্মা
কেশুর
কুপথ্য
(p. 196) kupathya বি. অনিষ্টকর খাদ্য, যা রোগীর খাওয়া উচিত নয়। [সং. কু + পথ্য]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614710
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839828
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916354
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us