Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আনাজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আনাজ এর বাংলা অর্থ হলো -

(p. 94) ānāja বি. সবজি, কাঁচা তরকারি।
[প্রাকৃ. অন্নজ্জ; হি. অনাজ]।
.পত্র
বি. শাকসবজি।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আসীন
(p. 110) āsīna বিণ. 1 উপবিষ্ট, বসে আছে এমন; 2 অধিষ্ঠিত, অবস্হিত। [সং. √ আস্ + ঈন (শানচ্)]। 13)
আঁকুশি
(p. 79) ān̐kuśi দ্র আঁকশি। 3)
আঙ্গ
(p. 82) āṅga বি. অঙ্গসম্বন্ধীয়; আঙ্গিক। [সং. অঙ্গ + অ]। 80)
আকম্পিত, আকম্প্র
(p. 80) ākampita, ākampra বিণ. অল্প একটু কম্পিত, ঈষত্ কম্পিত; ঈষত্ কম্পমান, একটু একটু কাঁপছে এমন। [সং. আ. + কম্পিত, কম্প্র]। 32)
আথাল
(p. 89) āthāla বি গোয়াল, গোহাল (আথাল-ভরা গোরু)। [দেশি] 44)
আঁক
(p. 77) ān̐ka বি. 1 চিহ্ন, দাগ (আঁক কাটা); রেখা; 2 গণিতের অঙ্ক (আঁক কষা)। [সং. অঙ্ক]। 50)
আ-কার, আকার1
(p. 81) ā-kāra, ākāra1 বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে 'আ' অক্ষর বা ধ্বনির যোগ। 16)
আনা1
(p. 94) ānā1 বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)। [সং. আনক]। 15)
আভ্যুদয়িক
আঞ্জুনি
(p. 85) āñjuni দ্র আঞ্জনি। 57)
আগলি
(p. 82) āgali বিণ. অগ্রবর্তী; আগেরটি; প্রধান। বি. আলয়, আগার ('বুদ্ধির আগলি': ক.ক.)। [সং. অগ্র. তু. বৈ. সা. আগরি]। 53)
আশীষ-আশিস
আকাটা
(p. 81) ākāṭā বিণ. কাটা হয়নি এমন (আকাটা ফল, আকাটা হীরে)। [বাং. আ + কাটা]। 12)
আফুটন্ত, আফুটা, আফোটা
(p. 97) āphuṭanta, āphuṭā, āphōṭā বিণ. 1 অপরিস্ফুট, অবিকশিত; 2 সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]। 33)
আ মরি, আমরি
(p. 101) ā mari, āmari অব্য. আহা মরি, মরি মরি; প্রশংসা বা বিদ্রূপের সূচক ধ্বনি ('মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা': অ. প্র.)। [বাং. আ + মরি]। 22)
আত্মী-করণ
(p. 89) ātmī-karaṇa বি. আত্মার ভিতর অর্থাত্ নিজের ভিতর গ্রহণ করা, assimilation; আত্মসাত্ করা। [সং. আত্মন্ + ঈ] (চিব)+ √কৃ + অন]। 34)
আবরণ
(p. 98) ābaraṇa বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') 19)
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আঞ্চলিক
(p. 85) āñcalika বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. ̃ তা, regionalism. 50)
আক্ষরিক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577541
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185217
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025956
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708504
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619865

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us