Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গায়কী': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উদ্-গাতা, উদ্গাতা
(p. 126) ud-gātā, udgātā বি. সামবেদগায়ক। বিণ. 1 উচ্চকণ্ঠে যে গান গায়; 2 (গৌণ অর্থে) কোনো উচ্চ আদর্শের প্রচারক (মুক্তিমন্ত্রের উদ্গাতা)। [সং. উত্ + √ গৈ + তৃ]। স্ত্রী. উত্-গাত্রী, উদ্গাত্রী। 13)
একাকী
(p. 142) ēkākī (-কিন্) বিণ. 1 একক; একা ('একাকী গায়কের নহে তো গান'); 2 অসহায়। [সং. এক + আকিন্]। স্ত্রী. একাকিনী। 36)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কিন্নর
(p. 190) kinnara বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। ̃ কণ্ঠ বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী। 14)
কীর্তন
(p. 192) kīrtana বি. 1 গুণবর্ণনা (মহিমা কীর্তন), যশঃপ্রচার; 2 নামগান; 3 রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গান; 4 রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গানের ভঙ্গি (কীর্তনাঙ্গ গান)। [সং. √ কৃত্ + অন]। কীর্তক বিণ. কীর্তনকারী। কীর্তনাঙ্গ বিণ. কীর্তনগানের সুরযুক্ত। কীর্তনীয়া, (কথ্য) কীর্তনে, কীর্তুনে বিণ. বি. কীর্তনগায়ক। কীর্তনীয় বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য। বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া। কীর্তিত বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত। 3)
গন্ধর্ব
(p. 240) gandharba বি. 1 দেবযোনিবিশেষ, স্বর্গের গায়ক শ্রেণি; 2 স্বভাবগায়ক। [সং. গন্ধ + √অর্ব্ (=গতি) + অ]। ̃ বিদ্যা বি. সংগীতবিদ্যা। ̃ বিবাহ বি. কেবল পাত্র-পাত্রীর মতানুসারেই অনুষ্ঠিত হিন্দু বিবাহবিধিবিশেষ। ̃ বেদ বি. সংগীতশাস্ত্র। ̃ লোক বি. গন্ধর্বদের আবাস। 19)
গাওনা
(p. 245) gāōnā বি. গান; পেশাদারি গায়কের গান; মুজরো। [বাং. √গাহ্ + অনা]। 8)
গাথক
(p. 246) gāthaka বিণ. বি. গায়ক। [সং. √গৈ + থক]। স্ত্রী. গাথিকা। 46)
গান
(p. 246) gāna বি. 1 কণ্ঠসংগীত; 2 সংগীত (আমি গান ভালোবাসি); 3 গীতিকবিতা, কবিতা; 4 গীতাভিনয় (পালাগান); 5 সুমধুর ধ্বনি (পাখির গান)। [সং. √গৈ + অন]। ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান। চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান। গানের দল বি. পেশাদারি গায়কের দল। 55)
গায়ক
(p. 246) gāẏaka বি. বিণ. সংগীতকারী; যে গান করে। [সং. √গৈ + অক]। স্ত্রী. গায়িকা, (বিরল) গায়কী ('গাইছে গায়কী': মধু.)। 77)
গায়কি
(p. 246) gāẏaki বি. গাওবার ঢং; বিশেষ সংগীত ঘরানার বৈশিষ্ট্য। [তি. হি. গায়্কী]। 78)
গায়িকা
(p. 246) gāẏikā দ্র গায়ক। 81)
জুড়ি
(p. 327) juḍ়i বি. 1 সমান সমান দুটি বা সমান সমান দুটির একটি, জুটি (জুড়ি বাঁধা); 2 সমকক্ষ ব্যক্তি (তার জুড়ি মেলা ভার); 3 দুই ঘোড়ায় টানা গাড়ি (জুড়ি হাঁকিয়ে চলেন); 4 যাত্রাগানে একযোগে গানকারী গায়কেরা (জুড়ির গান); 5 একই পরদায় বাঁধা সেতার এসরাজ ইত্যাদির দুটি বিশেষ তার। বিণ. 1 দুই ঘোড়ায় টানে এমন (জুড়িগাড়ি); 2 সমকক্ষ, সমান সমান। [হি. জোড়ী]। ̃ গাড়ি বি. দুই ঘোড়ায় টানে এমন গাড়ি। ̃ দার বি. সহযোগী বা সমকক্ষ ব্যক্তি। 33)
দোহার
(p. 425) dōhāra বিণ. 1 সহকারী গায়ক, যে মূল গায়কের ধুয়ো ধরে গান করে; 2 প্রধান বাদকের সহকারী; 3 (আল.) সহকারী। [সং. ধ্রুবকার]। ̃ কি বি. দোহারের কাজ; গানের ধুয়ার পুনরাবৃত্তি। 22)
ধরতা
(p. 432) dharatā বি. 1 আগে থেকে যা বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতি; 2 মূল গায়কের মুখ থেকে ধরে নেওয়া গানের পদ। [ধরা2 দ্র]। 5)
ধ্রুপদ
(p. 442) dhrupada বি. উচ্চাঙ্গ সংগীতের পদ্ধতিবিশেষ। [সং. ধ্রুবপদ]। ধ্রুপদী বিণ. 1 গুরুগম্ভীর; 2 চিরায়ত, ক্লাসিকাল (ধ্রুপদী সাহিত্য)। বি. ধ্রুপদগায়ক। ধ্রুপদীয়া বি. ধ্রুপদগায়ক। 13)
বাজ-খাঁই
(p. 595) bāja-khām̐i বিণ. (কণ্ঠস্বর সম্বন্ধে) অত্যন্ত কর্কশ ও অস্বাভাবিক চড়া (বাজখাঁই গলা)। [বাজখাঁ (গায়কবিশেষ) + ই]। 10)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বিবেক
(p. 621) bibēka বি. 1 ধর্ম ও অধর্মের, পাপ ও পুণ্যের কিংবা উচিত ও অনুচিতের পার্থক্য নির্ণয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি বা বিচারবোধ; 2 পাপ-পুণ্য বা উচিত-অনুচিত সম্পর্কে অন্তর্দৃষ্টি; 3 সদসত্-বিচার; 4 বৈরাগ্য; 5 (সচ. যাত্রা বা পালা গানে) মানুষের বিচারবুদ্ধি জাগ্রতকারী বা সচেতনকারী গায়কবিশেষ। [সং. বি + √ বিচ্ + অ]। ̃ বান বিণ. পাপ-পুণ্য বা ন্যায়-অন্যায় সম্পর্কে অন্তর্দৃষ্টিসম্পন্ন। ̃ বুদ্ধি বি. বিবেক অনুযায়ী বুদ্ধি (নিম্নশ্রেণির প্রাণীদের বিবেকবুদ্ধি নেই)। ̃ হীন বিণ. বিবেক নেই এমন। বিবেকী (-কিন্) বিণ. বিবেকসম্পন্ন (বিবেকী শিল্পী)। 19)
ভাট
(p. 661) bhāṭa বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [ সং. ভট্ট]। 18)
মাগধ
(p. 692) māgadha বিণ. মগধদেশীয়। বি স্তুতিপাঠক, বন্দনাগায়ক। [সং. মগধ + অ]। মাগধি বি. প্রাচীন ভারতের মৌখিক ভাষাবিশেষ-এই ভাষা প্রাচ্য হিন্দি ও বাংলার মূলস্হানীয় প্রাকৃতবিশেষ। বিণ. (স্ত্রী.) 1 মগধদেশীয়া; 2 স্তুতিগায়িকা। অর্ধ-মাগধি বি. প্রধানত জৈন ধর্মগ্রন্হে ব্যবহৃত প্রাকৃত-ভাষাবিশেষ যা মাগধী প্রাকৃত ও মহারাষ্ট্রী প্রাকৃত ভাষার মিশ্রণে জাত। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140477
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730691
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942901
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us