Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গাওনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গাওনা এর বাংলা অর্থ হলো -

(p. 245) gāōnā বি. গান; পেশাদারি গায়কের গান; মুজরো।
[বাং. √গাহ্ + অনা]।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গান্ধার
গৃহী
(p. 253) gṛhī (-হিন্) বি. 1 গৃহস্হ, সংসারী লোক; 2 বিবাহিত লোক। [সং. গৃহ + ইন্ অন্ত্যর্থে]।
গণইতে
(p. 236) gaṇitē অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 44)
গেঁড়ি
গর-গর2
(p. 242) gara-gara2 বিণ. 1 গদ্গদ, বিহ্বল, অভিভূত (ভাবে গরগর); 2 উল্লসিত ('রাইরূপ হেরি অন্তর গরগর': বিদ্যা.); 3 টকটকে, ঘোর লাল। [দেশি]। 10)
গুবরে পোকা
(p. 253) gubarē pōkā বি. পচা গোবরে জাত কীটবিশেষ। [বাং. গোবরে পোকা]। 8)
গুগ-গুল, গুগ-গুলু
গিয়া, গিয়ে, গে
(p. 246) giẏā, giẏē, gē অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]। 114)
গবয়
(p. 241) gabaẏa বি. 1 গোরুর মতো গলকম্বলহীন পশুবিশেষ; 2 এক শ্রেণির বানর। [সং. গো + √অয়্ + অ]। 7)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিতঅবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গরাদ, গরাদে
(p. 242) garāda, garādē বি. জানালায় লাগাবার জন্য লোহা বা কাঠের শিক। [পো. grade]। 28)
গভর্ন-মেণ্ট
গোর1
(p. 256) gōra1 বিণ. (কাব্যে) গৌরবর্ণ। [সং. গৌর]। 130)
গোছা1
(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। 64)
গায়ক
(p. 246) gāẏaka বি. বিণ. সংগীতকারী; যে গান করে। [সং. √গৈ + অক]। স্ত্রী. গায়িকা, (বিরল) গায়কী ('গাইছে গায়কী': মধু.)। 77)
গার্জেন, গার্জিয়ান
(p. 246) gārjēna, gārjiẏāna বি. (সাধারণত নাবালকের) অভিভাবক। [ইং. guardian]। 88)
গাত্র
গতে
(p. 239) gatē ক্রি-বিণ. (বর্ত. বিরল) অব্য. গত হলে (বেলা তিনটা গতে)। [গত দ্র]। 17)
গৃহান্তর
(p. 253) gṛhāntara বি. অন্য কক্ষ বা বাড়ি (গৃহান্তরে গিয়ে খোঁজ করব)। [সং. গৃহ + অন্তর]। 66)
গর্জ-মান
(p. 243) garja-māna বিণ. গর্জন করছে এমন, গর্জনরত (মাথার উপর গর্জমান মেঘ)। [সং. √গর্জ্ + মান (শানচ্)]। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614760
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098935
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719478
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us