Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জাতকের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কুজাত
(p. 194) kujāta (উচ্চা. কুজাত্) বি. ছোট জাত; নিচু জাত (অজাতকুজাত)। [সং. কু + বাং. জাত]। 26)
কোষ্ঠী
(p. 210) kōṣṭhī বি. (জ্যোতিষ শাস্ত্রানুযায়ী) জন্মপত্রিকা, যাতে জন্ম সময়ের গ্রহরাশি ও নক্ষত্রাদির অবস্হান বিচার করে মানবজীবনের শুভাশুভ নিরূপণ করা হয়। [সং. কোষ্ঠ + ঈ]। ̃ বিচার বি. কোষ্ঠী বা জন্মপত্রিকা বিশ্লেষণ করে জাতকের অতীত বর্তমান ভবিষ্যত্ গণনা করা। 69)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
ধাই
(p. 433) dhāi বি. 1 ধাত্রী; 2 মাতার মতো পালনকারিণী রমণী, উপমাতা (ধাই-মা); 3 যে স্ত্রীলোক সন্তান প্রসব করায় এবং আঁতুরঘরে প্রসূতি ও নবজাতকের পরিচর্যা করে; 4 শিশু বা বালক-বালিকাদের পরিচারিকা; 5 যে স্ত্রীলোক স্বীয় স্তন্যে পরের সন্তান পালন করে, wet nurse. [সং. ধাত্রী]। 16)
নত্তা
(p. 444) nattā বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ ('নত্তা কৈল নয় দিনে': ক. ক.)। [দেশি]। 50)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বর্ধাপন
(p. 580) bardhāpana বি. 1 নবজাতকের নাড়িচ্ছেদনের সংস্কারবিশেষ; 2 জন্মদিনে মঙ্গলকামনায় অনুষ্ঠানবিশেষ; 3 জয়ন্তী, জয়ন্তী উত্সব। [সং. বৃদ্ধি + ই + অন (প্ আগম)]। 126)
বৃহস্পতি
(p. 633) bṛhaspati বি. 1 দেবগুরু; 2 মহাপণ্ডিত; 3 গ্রহবিশেষ; 4 সপ্তাহের বারবিশেষ। [সং. বৃহত্ + পতি]। একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ। 90)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
রন্ধ্র
(p. 733) randhra বি. 1 ছিদ্র, গর্ত (রন্ধ্রে প্রবেশ করা); 2 ত্রুটি, দোষ; 3 ফাঁক (নীরন্ধ্র অন্ধকার); 4 (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হান, বিনাশস্হান। [সং. √ রধ্ + র ন্ আগম]। রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর। রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)। 60)
রাক্ষস
(p. 738) rākṣasa বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ̃ .গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)। 33)
রাশি
(p. 743) rāśi বি. 1 স্তুপ, পুঞ্জ 2 সমূহ (ধান্যরাশি, গুণরাশি); 3 (গণি.) সাংকেতিক সংখ্যা, অঙ্ক; 4 (জ্যোতিষ.) মেষ বৃষ কুম্ভ মীন মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর-নক্ষত্রপুঞ্জস্বরূপ এই দ্বাদশ চিহ্ন; 5 (আল.) অদৃষ্ট, ভাগ্য (সুখ তার রাশিতে নেই)। [সং. √ অশ্ + ই]। ̃ .চক্র বি. (জ্যোতিষ.) জাতকের ভাগ্যবিচারের জন্য ব্যবহৃত দ্বাদশরাশি-চিহ্নিত বৃত্তবিশেষ। ̃ .বিজ্ঞান বি. কোনো বিষয়ে সংখ্যামূলক তথ্যের সাহায্যে তত্ত্ব নির্ণয় করার বিজ্ঞানসম্মত শাস্ত্র, statistics. রাশি রাশি বিণ. প্রভূত; অসংখ্য। রাশী-কৃত বিণ. স্তুপীকৃত, গাদাকরা। 21)
শুভ
(p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ - শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল। 48)
ষষ্ঠী
(p. 790) ṣaṣṭhī বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। বি. 1 সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; 2 কৃত্তিকা; 3 (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; 4 (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তত্-পুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ̃ তলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ̃ পূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ̃ বাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ̃ বুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. 1 ষষ্ঠীদেবীর দয়া; 2 সন্তানলাভ। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534664
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140156
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730317
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942494
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us