Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দিয়ো)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগে
(p. 82) āgē ক্রি-বিণ. 1 প্রথমে, পূর্বে; 2 সামনে। [সং. অগ্রে]। ̃ .কার বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)। আগে আগে ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)। ̃ .পাছে ক্রি-বিণ. সামনে ও পিছনে। আগেপাছে করা ক্রি. ইতস্তত করা। ̃ .ভাগে ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)। 68)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কুশ্রী
(p. 201) kuśrī বিণ. কুরূপ, কুত্সিতদর্শন; বিশ্রী। [সং. কু + শ্রী]। ̃ তা বি. শ্রীহীনতা; কদর্যতা (কুশ্রীতাকে কখনো প্রশ্রয় দিয়ো না)। 28)
কেবল
(p. 206) kēbala বিণ. 1 অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); 2 শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। অব্য. 1 শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); 2 মাত্র ('একটু কেবল বসতে দিয়ো কাছে': রবীন্দ্র)। ক্রি-বিণ. 1 অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); 2 এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। ̃ ই অব্য. ক্রি-বিণ. 1 শুধুই ('আমি কেবলই স্বপন করেছি বপন': রবীন্দ্র); 2 সবেমাত্র, এখুনি; 3 ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। ̃ রাম দ্র কেবলা। 26)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
ক্লেশ
(p. 217) klēśa বি. কষ্ট; দুঃখ; যন্ত্রণা (শরীর ও মনের নানারকম ক্লেশ)। [সং. √ ক্লেশ্ + অ]। ক্লেশাবহ বিণ. ক্লেশকর, কষ্টদায়ক। ক্লেশিত বিণ. ক্লেশ দেওয়া হয়েছে এমন; ক্লেশ বা কষ্ট পাচ্ছে এমন (তার ক্লেশিত মনে নতুন করে আঘাত দিয়ো না)। 3)
খুব
(p. 231) khuba বিণ-বিণ. অত্যন্ত (খুব বেশি)। ক্রি-বিণ. 1 বেশ, উত্তম, চমত্কার (খুব ঘোরে খুব শুনিয়ে দিয়েছি, খুব খেতে পারে); 2 নিশ্চয় (খুব পারবে)। [ফু. খুব]। খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো। 20)
গুজব
(p. 250) gujaba বি. 1 জনরব, মুখে মুখে রটে-যাওয়া কথা; 2 ভিত্তিহীন প্রচার, মিথ্যা রটনা (ওসব গুজবে কান দিয়ো না)। [আ. গওয, হি. গুজফ্]। গুজব ওঠা ক্রি. বি. গুজবের সৃষ্টি হওয়া। গুজব ছড়ানো, গুজব রটা ক্রি. বি. 1 গুজব প্রচারিত হওয়া ; 2 গুজব প্রচার করা। 39)
গুব-লেট
(p. 253) guba-lēṭa বি. বিণ. ভেস্তে যাওয়া; ভেস্তে গেছে এমন (সব গুবলেট করে দিয়ো না, সব গুবলেট হয়ে গেছে)। [দেশি]। 9)
চুকা2, চোকা
(p. 290) cukā2, cōkā ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 70)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ঝাল2
(p. 336) jhāla2 বিণ. অত্যন্ত কটু বা তীক্ষ্ণ; লংকার মতো কটু রসযুক্ত। বি. 1 কটু রস; 2 কটু রসযুক্ত মশলা, লংকা (রান্নায় বেশি ঝাল দিয়ো না); 3 প্রসূতিদের পথ্যবিশেষ; 4 কটু রসযুক্ত মশলায় প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (মাছের ঝাল); 5 (আল.) আক্রোশ, ক্রোধ, জ্বালা (গায়ের ঝাল মেটানো)। [সং. জ্বালা]। ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো। ঝাল মেটানো ক্রি. বি. আক্রোশ মেটানো। পরের মুখে ঝাল খাওয়া ক্রি. নিজে না জেনে অন্যের কথা নির্বিচারে মেনে নেওয়া। ঝালে ঝোলে অম্বলে ক্রি-বিণ. সমস্ত ব্যাপারে বা জায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে, থাকাই তো ভালো)। 42)
ঝুল1
(p. 339) jhula1 বি. 1 ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); 2 নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]। 17)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
দুঃখ
(p. 411) duḥkha বি. 1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না); 2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম); 3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)। [সং. √ দুঃখ্ + অ]। ̃ কর, ̃ জনক, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন। ̃ ধান্ধা বি. কঠিন চেষ্টা। ̃ বাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী। ̃ ময় বিণ. কষ্টপূর্ণ। ̃ সুখ বি. কষ্ট ও শান্তি। ̃ হর বিণ. কষ্ট হরণ করে এমন। ̃ হরণ, ̃ হারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী। স্ত্রী. ̃ হরা, ̃ হারিণী। দুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত। দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3 অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতা। দুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র। স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)। 4)
দৃষ্টি
(p. 418) dṛṣṭi বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা। 10)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
নজর
(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ̃ দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ̃ বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা। 21)
পৌঁছ
(p. 534) paun̐cha বি. 1 নাগাল; 2 গন্তব্যস্হানে উপস্হিতি (পৌঁছ সংবাদ দিয়ো)। [পৌঁছা দ্র]। 48)
বখা
(p. 573) bakhā ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। বি. উক্ত উভয় অর্থে। বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। ̃ ট, ̃ টে বিণ. বখে গেছে এমন। ̃ নো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। বিণ. উক্ত অর্থে। ̃ মি, ̃ মো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা। 39)
বাত1
(p. 596) bāta1 বি. 1 কথা, বাক্য ('শুনিতে তাহারি বাত': চণ্ডী); 2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না); 3 খবর, সংবাদ ('ঘরে বসে পুছে বাত': খ. ব.)। [সং. বার্তা]। 33)
বাস৫, ব্যস
(p. 602) bāsa5, byasa অব্য. 1 যথেষ্ট হয়েছে, আর না (বাস বাস, আর দিয়ো না); 2 নিঃশেষিত, ফুরিয়েছে, এই শেষ (ব্যস আর নেই); 3 নিবৃত্তি বা ক্ষান্তিসূচক (বাস, আর খেলা নয়); 4 অমনি, সঙ্গে সঙ্গে (ব্যস, লড়াই বেধে গেল)। [ফা. বস্]। 96)
বোল2
(p. 646) bōla2 বি. 1 বুলি, কথা (বোল ফুটেছে); 2 বাজনার গত্; 3 বাদ্য। [প্রাকৃ. বোল্ল]। ̃ কাটাকাটি বি. (আঞ্চ.) কবিগানের চাপান-উতোর বা যুক্তি কাটাকাটি। ̃ চাল বি. 1 চতুর ও চটুল কথাবার্তা ও আচরণ (বোলচাল বেশ শিখে নিয়েছে); 2 চালাকি (বেশই বোলচাল দিয়ো না)। ̃ বোলা, ̃ বোলাও বি. 1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ; 2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)। বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)। 61)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
স্পষ্ট
(p. 849) spaṣṭa বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. ̃ তা। ̃ বক্তা (ক্তৃ), ̃ বাদী (দিন্), ̃ ভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। বি. ̃ বাদিতা, ̃ ভাষিতা। স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টা-স্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টী-কৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730455
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942631
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us